বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আসছে বছরের প্রথম শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার থেকে তা শুরু হতে পারে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে। সেখানে আজ থেকে তাপমাত্রা কমবে। বৃহস্পতি ও শুক্রবার কোথাও কোথাও তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে বলেছেন আবহাওয়াবিদরা।
ডিসেম্বরের শুরুতে শীত নামার কথা হলেও ঘূর্ণিঝড়ের কারণে তা দেরি হয়েছে। পারদের কাঁটা দ্রুত নামছে আর বাড়ছে শীত। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের তেঁতুলিয়ায়। সকাল ৯ টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সেখানে। সোমবার ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি। সামনের দিনে যা আরো কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা এক লাফে বেশ খানিকটা নেমে গেছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার আশঙ্কার কথা বলেছেন আবহাওয়াবিদরা। রয়েছে। রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, সিলেটের শ্রীমঙ্গল, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।
আগামীকাল বুধবারের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেছেন, ‘হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভূত হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের শেষে মাঝারি শৈত প্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই ক্ষেত্রে তাপমাত্রা এক অংকের ঘরে গিয়ে দাঁড়াতে পারে।’