Home জাতীয়  ১৭ বছরের প্রবাস জীবনের অবসান, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

 ১৭ বছরের প্রবাস জীবনের অবসান, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

তারেক রহমান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ প্রায় ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় পা রাখবেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরেই দলের শীর্ষ নেতার দেশে ফেরার এই বার্তা রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। মির্জা ফখরুল জানান, মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান দেশে ফেরার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

প্রবাস জীবন ও প্রেক্ষাপট
২০০৭ সালে ওয়ান-ইলেভেনের পটপরিবর্তনের সময় গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেই থেকে লন্ডনে অবস্থান করেই তিনি দলের নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘ সময় পর তার এই স্বদেশ প্রত্যাবর্তন দলের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।

নিরাপত্তা ও বাসস্থান
দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর তারেক রহমান গুলশানের ৭৯ নম্বর সড়কের বাসভবন ‘ফিরোজা’ এবং ১৯৬ নম্বর বাসা মিলিয়ে থাকবেন। তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটিকে দল এবং সরকারের পক্ষ থেকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সূত্রমতে, সরকার তাকে ‘বিশেষ নিরাপত্তা’ দেওয়ার আশ্বাস দিয়েছে।

বাসভবনের প্রস্তুতি
তারেক রহমানের বসবাসের জন্য গুলশানের বাসভবনগুলো প্রস্তুত করা হচ্ছে। জানা গেছে, বিচারপতি আবদুস সাত্তার সরকারের আমলে দেড় বিঘা জমির ওপর নির্মিত ১৯৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। দীর্ঘ বছর বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও এর নামজারি করা ছিল না। গত ৪ জুন বর্তমান অন্তর্বর্তী সরকার বাড়িটির নামজারির কাগজপত্র খালেদা জিয়ার হাতে তুলে দেয়। বর্তমানে বাড়িটির সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

নির্বাচনের ঠিক আগমুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির নির্বাচনী প্রচারণায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।