তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নির্বাচনি প্রচারণার হাওয়া বইছে বন্দরনগরী চট্টগ্রামে। প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
শনিবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
তারুণ্য ও পলিসি টক
মাহদী আমিন জানান, আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছাবেন তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল সকালে তিনি অংশ নেবেন বিশেষ অনুষ্ঠান ‘ইয়ুথ পলিসি টক’-এ। সেখানে ৩’শ জন শিক্ষার্থীর সাথে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়ন নিয়ে মতবিনিময় করবেন তিনি। তরুণদের স্বপ্ন ও পরামর্শ শুনে বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা নিয়ে আলোচনা করবেন দলটির চেয়ারম্যান।
টানা ৫ জেলায় গণসংযোগ
চট্টগ্রামের সমাবেশ শেষে তারেক রহমান সড়কপথে ঢাকা ফিরবেন। ফেরার পথে তিনি ফেনী, কুমিল্লা (তিনটি স্থান) এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে পৃথক নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। দিনভর টানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপনই এই সফরের মূল লক্ষ্য।
‘আমার ভাবনায় বাংলাদেশ’ ও জাইমা রহমানের উপস্থিতি
সফরের আগেই আজ দুপুর ২টায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠিত হবে। জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় বিজয়ী ১০ তরুণের সঙ্গে সময় কাটাবেন তারেক রহমান। বিশেষ আকর্ষণ হিসেবে এতে উপস্থিত থাকবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ ১১টি গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রায় আড়াই হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিচারক ও জনমতের ভিত্তিতে এই বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।
চালু হলো ইলেকশন হটলাইন
নির্বাচনি স্বচ্ছতা বজায় রাখতে এবং ভোটারদের মতামত সরাসরি গ্রহণ করতে বিএনপি চালু করেছে অফিশিয়াল হটলাইন:
- শর্ট কোড: ১৬৫৪৩
- হোয়াটসঅ্যাপ: +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭










