Home সারাদেশ ভাঙ্গায় নিমিষেই শেষ তিন প্রজন্মের মায়া, নিহত ৪

ভাঙ্গায় নিমিষেই শেষ তিন প্রজন্মের মায়া, নিহত ৪

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফরিদপুর: শুক্রবার দুপুরের রোদ তখনো মধ্যগগনে। জুমার নামাজের প্রস্তুতি আর ছুটির আমেজ চারদিকে। কিন্তু সেই প্রশান্তি নিমেষেই চিরে দিল এক বিকট শব্দ আর আর্তনাদ। মুহূর্তের ভুলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পিচঢালা কালো পথ রঞ্জিত হলো তাজা রক্তে। একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চুরমার হয়ে গেল একটি সাজানো সংসার। একই পরিবারের তিন সদস্যসহ ঝরে গেল মোট চারটি প্রাণ।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলার কৈডুবী রেল ক্রসিং এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

মর্মান্তিক সেই মুহূর্ত
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ঝিনাইদহগামী ‘নিউ মর্ডান পরিবহন’-এর একটি বাস তীব্র গতিতে এগিয়ে আসছিল। অন্যদিকে, ভাঙ্গা থেকে যাত্রী নিয়ে পূর্ব সদরদীর দিকে যাচ্ছিল একটি থ্রি-হুইলার ইজিবাইক। কৈডুবী রেল ক্রসিংয়ের সামনে আসতেই দানবীয় বাসটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিমিষেই দুমড়ে-মুচড়ে যেন এক লোহার দলায় পরিণত হয় ছোট্ট যানটি। ঘটনাস্থলেই স্তব্ধ হয়ে যায় চারটি জীবনের কোলাহল।

নিহতদের পরিচয়: তিন প্রজন্মের প্রস্থান
এই দুর্ঘটনায় সবচেয়ে মর্মান্তিক দিক হলো একই পরিবারের তিন প্রজন্মের মৃত্যু। নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী নুরুন্নাহার বেগম (৫৫), তাঁর মেয়ে রিমু বেগম (৩৫) এবং রিমুর কোলের শিশু সন্তান রায়হান (৩)। নানি, মা আর নাতি—একই সুতোয় গাঁথা তিনটি প্রাণ একই সময়ে পৃথিবী থেকে বিদায় নিলেন।

এছাড়াও ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ৬৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধ। পুলিশ এখনো তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি।

উদ্ধার অভিযান ও আহাজারি
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ইজিবাইকের ধ্বংসস্তূপ থেকে লাশগুলো বের করে আনার দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “কুয়াকাটা থেকে আসা নিউ মর্ডান পরিবহন ও বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আমরা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছি। বাসটিকে আটক করা হয়েছে। অজ্ঞাতনামা বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

শুক্রবার দুপুরের এই ট্র্যাজেডি আবারও আঙুল দিয়ে দেখিয়ে দিল মহাসড়কের অরক্ষিত নিরাপত্তা ব্যবস্থাকে। একটি পরিবারের হাসি-কান্না, স্বপ্ন আর ভবিষ্যৎ—সবকিছুই আজ মিশে গেছে কৈডুবী রেল ক্রসিংয়ের ধুলোয়।