Home সারাদেশ লালমনিরহাটে তিস্তা নদী রক্ষায় গণমিছিল ও সমাবেশ

লালমনিরহাটে তিস্তা নদী রক্ষায় গণমিছিল ও সমাবেশ


মোঃ গোলাপ মিয়া, লালমনিরহাট: “জাগো, বাহে তিস্তা বাঁচাই” স্লোগানকে সামনে রেখে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের একটি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এই কর্মসূচি আয়োজন করে উপজেলা বিএনপি।

আদিতমারী সরকারি জিএস মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা, যেমন: সালেকুজ্জামান প্রামাণিক, মোজাম্মেল হক, গোলাম কিবরিয়া রিপন, মিজানুর রহমান মিজান, হাবিবুর রহমান হবি, এইচএমএ ইদ্রিস আলী, আবু বক্কর সিদ্দিক, রুবেল হোসেন, নুরে আলম সিদ্দিকী বাবু, হাসানুল হক বান্না, শাহরিয়া রনি, আব্দুল হালিম ও আমির হামজা নান্নু।

সমাবেশ শেষে সরকারি আদিতমারী মডেল স্কুল মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে আবার একই স্থানে ফিরে আসে।

বক্তারা তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান। তারা জানান, মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। উল্লেখ্য, নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু। তিনি নেতৃত্বে রংপুর বিভাগীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো পূর্বেও বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিল।