বিনোদন ডেস্ক:
রবিবার সকালে এক আবেগঘন পোস্টে হলিউডের কিংবদন্তি ব্র্যাড পিটকে খোলা চিঠি লিখলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রাম স্টোরিতে ব্র্যাড পিটের প্রশংসায় পঞ্চমুখ দীপিকার সংক্ষিপ্ত অথচ গভীর বার্তায় স্পষ্ট, তিনি এই অভিনেতার একনিষ্ঠ অনুরাগী।
সদ্য মুক্তি পাওয়া ব্র্যাড পিটের নতুন ছবি এফ১ দেখে মুগ্ধ দীপিকা এদিন লেখেন, “ব্র্যাড পিট। নামটাই যথেষ্ট। ব্যস এটুকুই। এটাই আজকের পোস্ট।”
‘টপ গান: মাভেরিক’-খ্যাত পরিচালক জোসেপ কইনোসকির পরিচালনায় তৈরি এফ১ ছবিটি মুক্তি পেয়েছে ২৭ জুন। মাত্র তিন দিনেই দীপিকার এমন প্রতিক্রিয়া দেখে অনেকেই ধারণা করছেন, তিনি ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন এবং তা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে।
ছবিতে ব্র্যাড পিট অভিনয় করেছেন ‘সনি হায়েস’ নামের এক অভিজ্ঞ ফর্মুলা ওয়ান চালকের চরিত্রে। প্রায় তিরিশ বছর পর ক্রীড়ানির্ভর একটি ছবিতে এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরলেন তিনি। চরিত্রটি ফুটিয়ে তুলতে ব্র্যাড পিট যথারীতি নিজের স্বতন্ত্র অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন দর্শককে।
লন্ডনে আয়োজিত ছবির জমকালো প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টম ক্রুজসহ হলিউডের নামী তারকারা। ব্র্যাড পিটের এই অভিনয় প্রত্যাবর্তনে অনেকেই রীতিমতো উচ্ছ্বসিত। তাদের অনেকেই মনে করছেন, ‘সনি হায়েস’ চরিত্রটি হয়তো ব্র্যাড পিটের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স হয়ে থাকবে।
ভারতীয় চলচ্চিত্র জগতের তারকা দীপিকার এই প্রকাশ্য প্রশংসা দেখিয়ে দিল, সিনেমার প্রতি তার ভালোবাসা কেবল নিজ দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক তারকাদের প্রতিও তাঁর গভীর শ্রদ্ধা ও আবেগ রয়েছে।