বিনোদন ডেস্ক: বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে। ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অফ ফেম’-এর জন্য নির্বাচিত হলেন তিনি, এবং এই সম্মানে ভূষিত হতে যাওয়া প্রথম ভারতীয় অভিনেত্রী তিনি।
৩ জুলাই ২০২৫, লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দীপিকার নাম উঠে আসা মাত্রই ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বইয়ে যায় আনন্দের জোয়ার। মার্কিন বিনোদন শিল্পের অন্যতম গর্বের এই ‘ওয়াক অফ ফেম’ এর তালিকায় জায়গা পাওয়া মানেই বিশ্বব্যাপী স্বীকৃতি, আর তাতেই এবার উজ্জ্বল হলো ভারতের নাম।
দীপিকা এই অর্জন প্রসঙ্গে বলেন, “এই সম্মান শুধুই আমার নয়, বরং পুরো ভারতীয় চলচ্চিত্র জগতের। এটা আমাদের সবার স্বপ্নপূরণের এক চিহ্ন।”
বলিউড থেকে হলিউড পর্যন্ত দীপিকার উপস্থিতি এখন অতুলনীয়। তার অভিনীত ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ফাইটার’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’ এই সিনেমাগুলো বিশ্বজুড়ে বক্স অফিসে তোলপাড় করেছে। শুধু তাই নয়, এই অভিনেত্রী ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড লুই ভুইতোঁ ও কার্তিয়ের-এর অ্যাম্বাসেডর হিসেবে।
তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে উদ্যোক্তা পরিচয়ও। ২০২২ সালে প্রতিষ্ঠা করেন স্কিনকেয়ার ব্র্যান্ড ‘৮২°ই’। পাশাপাশি, ২০১৪ সাল থেকে মানসিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করছেন তার ফাউন্ডেশন ‘Live Love Laugh’-এর মাধ্যমে।
সম্প্রতি ব্যক্তিগত জীবনেও এসেছে বড় এক পরিবর্তন। ২০২৪ সালের সেপ্টেম্বরে দীপিকা ও তার স্বামী রণবীর সিংয়ের ঘরে আসে কন্যাসন্তান ‘দুয়া’। এই নামকরণ প্রসঙ্গে দীপিকা বলেন, “একটা মধ্যরাতের অনুভব থেকেই এ নাম রেখেছিলাম—এ যেন এক চিরন্তন প্রার্থনার প্রতিধ্বনি।”
বিনোদন থেকে সমাজসেবা—সব ক্ষেত্রেই দীপিকার প্রতিভা ও নিষ্ঠা আজ তাকে এনে দিয়েছে এই অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি। এবং একথা অনস্বীকার্য, ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ তার নাম ওঠা শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়—এটি ভারতীয় সিনেমার জন্য এক নতুন ইতিহাস।