বিনোদন ডেস্ক: বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এই দীপাবলিতে তাঁদের কন্যা দুয়ার মুখ প্রথমবার প্রকাশ্যে আনলেন। গত বছর দীপাবলিতে মেয়ের দুটি ছোট্ট পায়ের ছবি শেয়ার করে নাম জানিয়েছিলেন ‘দুয়া’। এবার দীপাবলির উৎসবে মেয়েকে কোলে নিয়ে একসঙ্গে উপস্থিত হয়ে ভক্তদের চমকে দিলেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিগুলিতে দেখা যায়, দীপিকা ও দুয়া দু’জনেরই পরনে লাল রংয়ের জমকালো চুড়িদার। সঙ্গে মানানসই গয়না এবং দুয়ার মাথায় দুই পাশে ঝুঁটি বাঁধা। অন্যদিকে রণবীরের পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে তৈরি শেরওয়ানি। তিনজনের এই উৎসবমুখর সাজে ফ্যামিলি ফটোটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
ছবির ক্যাপশনে তারা লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।” মুহূর্তের মধ্যেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। হাজার হাজার অনুরাগী মন্তব্যে শুভেচ্ছা জানাতে থাকেন, বিশেষ করে ছোট্ট দুয়াকে দেখে মুগ্ধ ভক্তরা।
প্রসঙ্গত, গত বছর গণেশ চতুর্থীর পরদিনই দীপিকা কন্যাসন্তান জন্মের খবর জানিয়েছিলেন। সেই বছর দীপাবলিতে মেয়ের পায়ের ছবি দিয়ে নাম প্রকাশ করেছিলেন ‘দুয়া’। এরপর থেকে তাকে প্রকাশ্যে আনেননি তাঁরা। প্রায় এক বছর পর এ বছরের দীপাবলিতে ছোট্ট দুয়াকে নিয়ে দীপিকা ও রণবীরের পারিবারিক মুহূর্ত সবার মন জয় করেছে।










