Home সারাদেশ কোরবানির গোশত পৌঁছে দিতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু: শোকে স্তব্ধ বড়লেখা

কোরবানির গোশত পৌঁছে দিতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু: শোকে স্তব্ধ বড়লেখা

নিহত দুই সহোদর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: বড়লেখা উপজেলায় কোরবানির মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই সহদোর। নিহতরা হলেন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিনের দুই ছেলে-সৌদি ফেরত সাহেদ হোসেন সুমন (২৬) ও রুমন আহমদ (২৪)।

শনিবার বিকেলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

সুমন কয়েক মাস আগেই সৌদি আরব থেকে দেশে ফিরে বিয়ে করেছিলেন। ঈদের দিন সকালে পরিবারের সঙ্গে কোরবানির কাজ সেরে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথেই বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই বড় ভাই সুমনের মৃত্যু হয়। রুমনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুই ভাইয়ের এমন অকাল মৃত্যুতে ভারী হয়ে ওঠে তাদের বাড়ির আঙিনা। স্বজনদের আহাজারিতে স্থবির হয়ে পড়ে গোটা গ্রাম।

বড়লেখা থানার উপপরিদর্শক নিউটন দত্ত বলেন, “ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয়। রুমনকে সিলেটে নেওয়ার পর তিনিও মারা যান।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সরকার জানান, “ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। তদন্ত চলছে।”

সৌদি ফেরত তরুণ সুমন ও তার ছোট ভাই রুমনের এভাবে একসঙ্গে না ফেরার দেশে চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, বড়লেখা উপজেলার মানুষজনের হৃদয়ে গভীর বেদনার ছাপ রেখে গেছে।