Home খেলাধুলা মোস্তাফিজকে আবার দলে নিলো দুবাই ক্যাপিটালস

মোস্তাফিজকে আবার দলে নিলো দুবাই ক্যাপিটালস

মোস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক: আইএলটি–টোয়েন্টির নতুন মৌসুমের আগেই বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। প্রথমে লুক উডের বদলি হিসেবে সরাসরি চুক্তিতে নেওয়া হলেও টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। পরে ধারণা তৈরি হয়, বিপিএল চলাকালীন সময়ে হয়তো এনওসি জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মধ্যবর্তী সময়ে মোস্তাফিজের জায়গায় হায়দার আলীকে দলে নেওয়া হয়েছিল।

পরিস্থিতি বদলের পর আবারও মোস্তাফিজকে দলে ভেড়া হয়েছে। এবার জিএম রিতেশের বদলি হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে বাঁহাতি পেসারকে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেললেও আইএলটি–২০তে এই প্রথম একই মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি।

এই টুর্নামেন্টে আরও দুই বাংলাদেশিকে দেখা যাবে। নিলামের দ্বিতীয় ডাকে সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে এমআই এমিরেটস দলে ভিড়িয়েছে। আর তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

নতুন মৌসুমের খেলা শুরু হবে আগামী ২ ডিসেম্বর এবং ফাইনাল হবে ৪ জানুয়ারি। তিনটি ভেন্যু—আবুধাবি, দুবাই ও শারজাহ—এ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। শিরোপা রক্ষাকারী দুবাই ক্যাপিটালসই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডেজার্ট ভাইপারসের সঙ্গে।