বিনোদন ডেস্ক: টলিপাড়া। পর্দার বাইরেও তাঁদের রসায়ন নিয়ে চর্চা হতো বিস্তর। তবে সময় গড়িয়েছে, পাল্টেছে সমীকরণ। এখন শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তীর সহধর্মিণী, সুখের সংসারে দুই সন্তান নিয়ে পূর্ণতা। অন্যদিকে, দেবের জীবনে রুক্মিণী মৈত্রর উপস্থিতি রিয়েল-রিল দুই পরিসরেই জমাটি।
এই অবস্থায় পুরনো সেই আলোড়ন তোলা জুটি—দেব ও শুভশ্রী আবার ফিরছেন রোম্যান্সে, ফের বড় পর্দায় একসঙ্গে। আর তাও চিরাচরিত ধারার বাইরে! নতুন ছবি ‘ধূমকেতু’-র টিজারেই মিলল সেই ইঙ্গিত—ঠোঁটে ঠোঁট মিলিয়ে ধরা দিলেন দেব-শুভশ্রী। মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঝলক। বহু অনুরাগীর মনে ফিরেছে এক দশক আগের ‘চ্যালেঞ্জ’ কিংবা ‘পরাণ যায় জ্বলিয়া রে’ যুগের স্মৃতি।
‘ধূমকেতু’ ছবির গল্প যেমন চমকপ্রদ, তেমনই দৃশ্যায়নেও রয়েছে নতুনত্ব। শোনা যাচ্ছে, এই ছবিতে দেবকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে, যাঁর জীবনজুড়ে রয়েছে নাটকীয় বাঁক ও প্রেমের উত্তাপ। শুভশ্রীও ফিরেছেন নতুন রূপে—গভীর, সংবেদনশীল এক চরিত্রে। ছবির পরিচালক ও প্রযোজকদল জানিয়েছে, এটি হবে একেবারে ছক ভাঙা এক প্রেম ও থ্রিলার মিশ্রণের ছবি।
মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের ঠিক আগেই। তাই বলা যায়, এই ছবিকে ঘিরে রয়েছে বক্স অফিসের দিক থেকেও বড় প্রত্যাশা। দেবের ফ্যানবেস যেমন প্রতীক্ষায়, তেমনই শুভশ্রীর কামব্যাক নিয়েও আগ্রহ তুঙ্গে।
টলিপাড়ার ভক্তমহলে এখন একটাই প্রশ্ন—পুরনো রসায়নের এই পর্দার পুনর্জন্ম কি আবার নতুন ইতিহাস গড়বে?
📣 আপনিও কি দেব-শুভশ্রীর রসায়নের ভক্ত?
🗨️ কমেন্টে জানান আপনার প্রতিক্রিয়া!
📤 শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।
📲 ফলো করুন আমাদের পেজ – বিনোদনের সব হালনাগাদ পেতে।