Home Second Lead দ্বিতীয় চা নিলামে বাজার নিম্নমুখী

দ্বিতীয় চা নিলামে বাজার নিম্নমুখী

  • স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববাণিজ্য কেন্দ্রে নিলাম
  • ৩০ ভাগ চা ফেরত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চলতি চা নিলামবর্ষে চট্টগ্রাম কেন্দ্রের দ্বিতীয় নিলামে দাম আরও কমে গেছে। কেজিতে হ্রাস পেয়েছে ১০ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত ।

নিলামবাজার সূত্রে জানা যায়, গত নিলামবর্ষের একই নিলামের তুলনায় অফারিং ছিল কম। তারপরও প্রায় ৩০ ভাগ চা ফেরত গেছে। কমে গেছে দরও। গত বছরে একই নিলামে অফারিং ছিল ৩৪,৩১৫ ব্যাগ। আর এবারে ২৬,৩১৫ ব্যাগ।

ভাল মানের চা বিক্রি হয়েছে প্রতিকেজি ২১০ টাকা থেকে ২২৫ টাকার মধ্যে। একই চা প্রথম নিলামে ২৪০/২৪৫ টাকা  পর্যন্ত দর উঠে।  প্যাকেটিয়াররা যে চা কিনেছেন তার দর ছিল প্রতিকেজি ১৮৫ টাকা থেকে ২০৫ টাকার মধ্যে। দেশের উত্তর সীমানার পঞ্চগড় থেকে আসা প্লেইন চা ১২৫ টাকা থেকে ১৪০ টাকা দর পাওয়া গেছে।

বিপণন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, সবেমাত্র লকডাউন উঠেছে, এখনও পর্যন্ত চায়ের স্বাভাবিক চাহিদা তৈরি হয়নি। কেবলমাত্র বাসাবাড়ির যে চাহিদা সেটাই রয়েছে। হোটেল, ফুটপাত এবং ভ্রাম্যমাণ দোকানগুলো চালু হলে তখন চাহিদা বাড়বে। সে সময়ে নিলামে আরও বেশি চা বিক্রি হবে। তবে, দামের ব্যাপারটা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

জীবানুমুক্ত হয়ে হলরুমে প্রবেশ করছেন বায়াররা

চা বোর্ডের উপ-পরিচালক ( বাণিজ্য ) মুহাম্মদ মদহুল কবির চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে জানান, চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নিলাম অনুষ্ঠানের জন্য বিশেষ ব্যবস্থা নেয় টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( টিটিএবি )। আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বড় হল ‍রুম ভাড়া নেয়া হয় নিলাম কার্যক্রমের জন্য। সবাই জীবানুমুক্ত হয়ে নিলাম কেন্দ্রে প্রবেশ করেন। নিলাম কেন্দ্র আগেই জীবানুনাশক দিয়ে পরিশোধন করা হয়। লক ডাউন উঠে যাওয়ায় চট্টগ্রামের বাইরের ট্রেডাররা নিলামে অংশ নেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা হল রুমে বসেন।

 

 

সামাজিক দূরত্ব রেখে অবস্থান

চলতি নিলাম বর্ষের শ্রীমঙ্গল কেন্দ্রের প্রথম নিলাম ৩ জুন বুধবার অনুষ্ঠিত হবে।