বিনোদন ডেস্ক: বলিউডের ‘হ্যান্ডসাম হিরো’ হিসেবে খ্যাত ধর্মেন্দ্রকে ঘিরে রোমান্স আর ব্যক্তিগত জীবনের গল্পের শেষ নেই। প্রকাশ কৌরকে বিয়ে, এরপর হেমা মালিনীকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেওয়া, এই দুই অধ্যায় বরাবরই আলোচিত। তবে তাঁর হৃদয়ের প্রথম কাঁপন, প্রথম প্রেম, প্রথম অনুভব ছিল এই দুই নারীর অনেক আগেই। সেই গল্পটি চুপিচুপি থেকে গেছে, স্পটলাইটের বাইরে, সাক্ষাৎকারের বাইরেও।
ধর্মেন্দ্রর জন্ম পঞ্জাবের সাহনেওয়াল গ্রামে। সাধারণ পরিবার, মধ্যবিত্ত জীবন, স্বপ্ন তখনও নাম পায়নি। লুধিয়ানায় বসবাসের সময়েই তাঁর সঙ্গে পরিচয় হয় এক তরুণীর। প্রতিবেশী এক পরিবারের ভদ্রমেয়ে ছিলেন তিনি। সৌন্দর্যের চেয়ে বেশি ছিল তাঁর ভদ্রতা, সরলতা আর সংসারী স্বভাব। ধর্মেন্দ্র তখন সিনেমার নেশায় দিন কাটান, আর সেই তরুণীর সঙ্গে ছোট ছোট আড্ডা, চোখে চোখ রাখা আর ভবিষ্যতের স্বপ্নগল্পেই দিন গড়িয়ে যেত।
পারিবারিক সূত্রে শোনা যায়, ধর্মেন্দ্র সত্যিই মন থেকে ভালোবেসেছিলেন তাঁকে। গ্রামের রাস্তার পাশে, সন্ধ্যার বারান্দায় কিংবা পরিবারি অনুষ্ঠানে দুজনের দেখা হতো। তখন তিনি জানতেন না যে ভাগ্য তাঁকে এত দূর নিয়ে যাবে, বলিউডের পর্দায় এমন উজ্জ্বল নক্ষত্র বানিয়ে দেবে। তাই সেই সময়কার ভালোবাসা ছিল একেবারে সাদা সিধে, কোনো হিসাব-নিকাশ ছাড়া।
তবে মুম্বাইয়ে সুযোগ আসে, আর সবকিছু বদলে যায়। প্রতিভা, পরিশ্রম আর ভাগ্যের জোড়ে ধর্মেন্দ্র দ্রুতই বলিউডে নিজের জায়গা করে নেন। ব্যস্ত শিডিউল, শুটিং, নতুন বন্ধুত্ব আর অনবরত ব্যস্ততার মাঝে সেই প্রথম প্রেম পিছিয়ে পড়তে থাকে। যোগাযোগ কমে আসে, এরপর একসময় সম্পূর্ণ হারিয়ে যায়।
বহু বছর পর বিভিন্ন অনুষ্ঠানে প্রথম প্রেমের কথা বলতে বলতেই ধর্মেন্দ্র আবেগে নরম হয়ে গেছেন, এমনও দেখা গেছে। তিনি সরাসরি নাম নেননি, কিন্তু ইঙ্গিত দিয়েছেন, জীবনের কিছু মানুষ থাকে, যাঁদের ভুলে রাখা যায় না। অনুরাগীরা মনে করেন, সেই অচেনা তরুণীই ছিলেন তাঁর জীবনের প্রথম ভালোবাসা, যাঁকে সময় কিংবা দূরত্ব ধরে রাখতে পারেনি।
ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবনের এই অজানা অধ্যায় আজও তাঁর তারকাখ্যাতিকে মানবিক করে তোলে। দুই স্ত্রী, বড় পরিবার এবং দীর্ঘ ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেও সেই প্রথম প্রেম তাঁর স্মৃতিতে বিশেষ জায়গা নিয়ে আছে। রূপালি পর্দার নায়ক হলেও বাস্তব জীবনে তিনিও ছিলেন একজন সাধারণ প্রেমিক, যিনি একদিন ভালোবেসেছিলেন, কিন্তু সেই ভালোবাসা সময়ের স্রোতে হারিয়ে গেছে।










