বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিদায়ী ২০২৫ সালটি বাংলাদেশের ধর্মীয় ব্যবস্থাপনা এবং বিশেষ করে হজ পালনেচ্ছু সাধারণ মানুষের জন্য এক স্বস্তির বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে এই খাতে যে স্বচ্ছতা ও সংস্কারের সূচনা করেছেন, তা গত কয়েক দশকের অচলায়তন ভেঙে নতুন মাইলফলক সৃষ্টি করেছে।
হজের খরচ হ্রাসে ঐতিহাসিক রেকর্ড
২০২৫ সালের বিদায়ী বছরের সবচেয়ে বড় আলোচিত সাফল্য ছিল হজের খরচ কমানো। বিগত কয়েক বছর ধরে হজের আকাশচুম্বী ব্যয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে হাহাকার ছিল, ড. খালিদ হোসেনের বলিষ্ঠ নেতৃত্বে তা নিরসন হয়েছে।
প্যাকেজ মূল্য হ্রাস: ২০২৫ সালের জন্য ঘোষিত সরকারি হজ্জ প্যাকেজে গত বছরের তুলনায় প্রায় ১ লাখ ৯ হাজার টাকা কমানো হয়েছে। সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে, যার একটি ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা (সাধারণ প্যাকেজ-১) এবং অন্যটি ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা (সাধারণ প্যাকেজ-২)।
বিমানের ভাড়া ও মধ্যস্বত্বভোগী নির্মূল: এ বছর বিমান ভাড়ায় বিশেষ ছাড় এবং সৌদি আরবে আবাসন নির্বাচনে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে খরচ কমিয়ে আনা সম্ভব হয়েছে। হজ্জ এজেন্সির সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে উপদেষ্টার ‘জিরো টলারেন্স’ নীতি হাজিদের মুখে হাসি ফুটিয়েছে।
সম্প্রীতির নতুন মডেল: মন্দির পাহারায় মাদ্রাসা ছাত্র
ড. খালিদ হোসেনের আমলের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল ২০২৫ সালের দুর্গাপূজা। তিনি কেবল মৌখিক আশ্বাস নয়, বরং মাঠ পর্যায়ে সম্প্রীতি নিশ্চিত করতে অভাবনীয় পদক্ষেপ নেন। মন্দির ও মণ্ডপগুলোর নিরাপত্তায় মাদ্রাসার ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে পাহারায় রাখার তাঁর আহ্বান সারা বিশ্বে বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। এর ফলে ২০২৫ সালের শারদীয় দুর্গোৎসব ছিল বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর।
মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনে স্বচ্ছতা
বিগত সরকারের আমলে নির্মিত মডেল মসজিদ প্রকল্পের অনিয়ম দূর করতে ড. খালিদ হোসেন কঠোর অবস্থান নিয়েছেন। মসজিদের কাজ তদারকিতে প্রকৌশলী ও আলেমদের সমন্বয়ে নতুন কমিটি গঠন এবং ইসলামিক ফাউন্ডেশনের আমূল সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি। রাজনৈতিক প্রভাবমুক্ত ইসলামিক ফাউন্ডেশন গড়ার যে কাজ তিনি শুরু করেছেন, তার সুফল দীর্ঘমেয়াদে মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ওলামা-মাশায়েখদের সম্মান পুনরুদ্ধার
দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা কওমি ও আলিয়া মাদ্রাসা ঘরানার আলেমদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছেন ড. খালিদ। ধর্মীয় ইস্যুগুলোতে দল-মত নির্বিশেষে শীর্ষ ওলামাদের পরামর্শ গ্রহণ করার সংস্কৃতি চালু করেছেন তিনি।
আগামীর চ্যালেঞ্জ: ২০২৬-এর হজ্জ বাস্তবায়ন
২০২৫ সালটি মূলত নীতি নির্ধারণ এবং সাশ্রয়ী হজ্জের প্রস্তুতির বছর ছিল। ২০২৬ সালের শুরুর দিকে যখন এই হাজিরা পবিত্র মক্কায় গমন করবেন, তখন সেই ব্যবস্থাপনা কতটুকু মসৃণ হয়, সেটিই হবে উপদেষ্টার দক্ষতার পরবর্তী পরীক্ষা। তবে এখন পর্যন্ত তাঁর নেওয়া পদক্ষেপগুলো ধর্ম মন্ত্রণালয়ের ইমেজকে সাধারণ মানুষের কাছে ইতিবাচক করে তুলেছে।
এক নজরে ২০২৫-এর অর্জন:
- হজ্জ প্যাকেজে সাশ্রয়: ১.০৯ লাখ টাকা।
- নিরাপদ উৎসব: নজিরবিহীন শান্তিতে দুর্গাপূজা উদযাপন।
- বিমানের টিকিট: হজ্জ ফ্লাইটের স্বচ্ছতা নিশ্চিতকরণ
- দুর্নীতি রোধ: মডেল মসজিদ প্রকল্পের অডিট শুরু।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com










