Home Third Lead সংস্কার, বিচার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না

সংস্কার, বিচার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চুয়াডাঙ্গা: দেশে সংস্কার, বিচার ও নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সংস্কার না করে কেউ যদি নির্বাচনে যেতে চায়, আমরা তাদের বিরুদ্ধেই অবস্থান নেব।”

বুধবার (৯ জুলাই)  চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ফ্যাসিবাদ, বৈষম্য, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দমন-পীড়নের জায়গা থাকবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে তিনটি শর্ত মানতে হবে—ন্যায়বিচার, সংস্কার এবং নতুন সংবিধান।” তিনি আরও বলেন, “এই লড়াই শুধু কাগজে-কলমে নয়, বাস্তবতায়ও হতে হবে। এই লড়াইয়ে ছাত্র-যুবকদের অগ্রণী ভূমিকা নিতে হবে।”

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, “চুয়াডাঙ্গাসহ দেশের সীমান্তবর্তী এলাকায় গত ৫৪ বছরে বিএসএফের হাতে হাজারের ওপর নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। কিন্তু কোনো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিএসএফ এখন আর সীমান্তরক্ষী বাহিনী নয়, বরং তারা হত্যাকারী বাহিনীতে পরিণত হয়েছে।”

ভারতের সঙ্গে পানি চুক্তি প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “আমাদের ন্যায্য পানির হিস্যা ভারত দেয়নি। এই চুক্তিভঙ্গের পেছনে শেখ হাসিনার সরকারের নতজানু ভূমিকা রয়েছে। এই সরকার ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ১৬ বছর ধরে দেশজুড়ে গুম, খুন ও নিপীড়ন চালিয়েছে।”

তিনি বলেন, “২০২৪ সালে আমরা ভয় ভেঙে দিয়েছি। ফ্যাসিবাদী শাসনব্যবস্থা আর চলতে দেওয়া হবে না। মানুষকে আবার দাসে পরিণত করার কোনো সুযোগ আর নেই। আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, সদস্য সোহেল রানা, চুয়াডাঙ্গার প্রবীণ নেতা মোল্লা ফারুক, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম, এনসিপির চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী খাজা আমিরুল বাশার বিপ্লব ও চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাফফাতুল ইসলাম প্রমুখ।