বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: নবগঠিত রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম-এর সভাপতি মো. নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আহমেদ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রতীকে অংশ নিচ্ছেন।
নাজিম উদ্দিন চট্টগ্রাম-৫ আসন এবং আজিম উদ্দিন ফেনী-৩ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।
প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম-এর প্রথম কনভেশন গত ১২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বিকল্প ধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার, বিএনএম’র যুগ্ম আহ্বায়ক এম সরোয়ার হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯৯০ সালে ‘সর্বদলীয় ছাত্র ঐক্যের’ প্যানেল থেকে চাকসুর ভিপি-জিএস নির্বাচিত হয়েছিলেন নাজিম উদ্দিন ও আজিম উদ্দিন আহমেদ। সে সময় নাজিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। আর বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ছিলেন আজিম। পরের বছর বিএনপি সরকার গঠন করলে নাজিম উদ্দিন সেই দলে যোগ দেন। তিনি সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
আজিম উদ্দিন আহমেদ কিছুদিন বাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে, দীর্ঘদিন রাজনীতি থেকে তিনি দূরে।