Home আন্তর্জাতিক মুম্বইয়ে কিশোর ছাত্র নিপীড়নের অভিযোগে নারী শিক্ষিকা গ্রেপ্তার

মুম্বইয়ে কিশোর ছাত্র নিপীড়নের অভিযোগে নারী শিক্ষিকা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: মুম্বইয়ের একটি বেসরকারি বিদ্যালয়ের ৪০ বছর বয়সী এক নারী শিক্ষিকার বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক ছাত্রকে দীর্ঘ সময় ধরে শারীরিকভাবে নিপীড়নের অভিযোগ উঠেছে। ভারতের শিশু সুরক্ষা আইনের আওতায় (পকসো অ্যাক্ট) দায়ের করা এই মামলাটি ইতিমধ্যেই দেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষিকা সংশ্লিষ্ট ছাত্রকে প্রাথমিকভাবে মানসিকভাবে প্রভাবিত করেন। অভিযোগে বলা হয়েছে, একাধিকবার ছাত্রকে তার গাড়িতে করে শহরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনা ঘটে। এমনকি একটি অভিজাত হোটেলেও যাওয়ার অভিযোগ রয়েছে। আরও দাবি করা হয়েছে, ওই সময় শিক্ষার্থীকে মদ্যপান করানো হয় এবং মানসিক স্বাস্থ্যের ওষুধ সেবনে উৎসাহিত করা হয়।

ঘটনার শিকার ছাত্রের পরিবার শুরুতে বিষয়টি গোপন রাখে, কারণ সে তখন উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। তবে পরবর্তী সময়ে মানসিকভাবে ভেঙে পড়ার পর ছাত্রটি নিজের অভিজ্ঞতা পরিবারকে জানায়। এরপরই তারা মুম্বইয়ের দাদার থানায় অভিযোগ দায়ের করে।

পুলিশ আইনের ২০২৩ সালের সংশোধিত ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তার মানসিক মূল্যায়নের জন্য চিকিৎসকদের সহায়তা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় আরও এক নারী বন্ধুর নাম উঠে এসেছে, যিনি ছেলেটিকে ‘বয়স কোনো বিষয় নয়’ বলে এই সম্পর্কে উৎসাহিত করেছিলেন। তদন্তে এই কথোপকথনের অডিও ও হোয়াটসঅ্যাপ বার্তা উদ্ধার করেছে পুলিশ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষিকা চলতি বছরের শুরুর দিকে পদত্যাগ করেন। তারা বিষয়টি তদন্তে সর্বাত্মক সহযোগিতা করছে।