Home First Lead চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহেই ঘোষণা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পর্যালোচনা সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

তফসিল ঘোষণার প্রক্রিয়া সম্পর্কে কমিশনার জানান, সোমবার (৮ ডিসেম্বর) বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডিংয়ের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। এরপর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। ওই দিন সন্ধ্যায় মাঠ প্রশাসনের সঙ্গে কমিশনের একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতির কথা উল্লেখ করে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন শুরু করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে।

ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, এবার নির্বাচনী দায়িত্ব পালনে সরকারি, আধা-সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ করা হবে। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এবার কোনো দায়িত্বে রাখা হচ্ছে না।

নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার পরিবহনের বিষয়ে ইসি কমিশনার জানান, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের আগের রাতে ব্যালট পেপার সকল ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এছাড়া প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে তাঁদের জন্য ব্যালট পেপার ছাপানোর কাজও শুরু হয়ে গেছে বলে তিনি নিশ্চিত করেন।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে হবে। এই সময়ের মধ্যে কেউ পোস্টার না সরালে নির্বাচন কমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।