Home রাজনীতি যশোরে আসনসীমা অপরিবর্তিত রাখার দাবিতে নির্বাচন অফিস ঘেরাও

যশোরে আসনসীমা অপরিবর্তিত রাখার দাবিতে নির্বাচন অফিস ঘেরাও

যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও করেছে উপজেলা বিএনপি। রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক সাধারণ ভোটারও অংশ নেন।

কর্মসূচি শেষে প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে একটি স্মারকলিপি জেলা নির্বাচন অফিসারের কাছে জমা দেওয়া হয়।

ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ। তিনি অভিযোগ করে বলেন, আসন বণ্টনের নামে ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, “দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়, তখন একটি চক্র নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার অপচেষ্টা করছে। এ চক্র দেশকে আবারও অস্থিতিশীল করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে।”

নেতারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যশোরের মানুষের নির্বাচনী সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনো প্রক্রিয়া তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।

কর্মসূচি চলাকালে বক্তারা যশোরের ছয়টি আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান।

এদিকে জানা গেছে, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল যশোর-৬ আসনের পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এ বিষয়ে সোমবার (২৫ আগস্ট) শুনানির দিন ধার্য রয়েছে।