Home সারাদেশ নিয়ামতপুরে কঠোর লকডাউন, তৎপর প্রশাসন

নিয়ামতপুরে কঠোর লকডাউন, তৎপর প্রশাসন

নিয়ামতপুর ( নওগাঁ ) থেকে মো. ইমারান ইসলাম : সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই পাল্টে গেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চিত্র।

পুলিশ, বিজিবি, আনসার ও সেচ্ছাসেবী দলের সদস্যরা তৎপরতা চালাচ্ছেন । লকডাউনের প্রথম দিন থেকেই মেনে চলা হয়েছে স্বাস্থ্যবিধি ও সরকারি সকল নির্দেশনা। রাস্তায় পুলিশের ট্রাফিক বক্স ছাড়াও বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট ও টহল। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃৃষ্টি কারণে কাউকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। বিধি-নিষেধের আওতামুক্ত কিছু ঔষধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান ও সব ধরণের যানবাহন।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা জানান,মানুষকে সচেতন করার বিষয়ে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনে মানুষ সরকারি আদেশ ও স্বাস্থ্যবিধি না মানলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

থানার অফিসার ইনর্চাজ অফিসার হুমায়ূন কবির জানান, সরকারি নির্দেশ বাস্তবায়নে উপজেলার প্রবেশপথসহ বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। তবে জরুরি সেবা, পণ্যবাহী যানবহন চলাচল করছে।