Home বিনোদন নিখিল জৈনকে ঘিরে বিয়ে বিতর্কে মুখ খুললেন নুসরত

নিখিল জৈনকে ঘিরে বিয়ে বিতর্কে মুখ খুললেন নুসরত

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান আবারও আলোচনার কেন্দ্রে। বরাবরের মতোই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হচ্ছে। বিয়ে, সম্পর্ক ও মাতৃত্ব—সবই তাকে বারবার টেনে এনেছে বিতর্কের আঙিনায়। এবার নিখিল জৈনের সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুলে স্পষ্ট জানালেন, তিনি বিয়ে করেছিলেন বটে, তবে তা আইনি স্বীকৃত নয়।

২০১৯ সালে তুরস্কে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে নিখিল জৈনের সঙ্গে ঘর বাঁধেন নুসরত। নিখিলের শাড়ির ব্র্যান্ডের মুখ ছিলেন তিনি, সেখান থেকেই তাঁদের সম্পর্ক গাঢ় হয়। বিয়েতে টলিউড থেকে কেবল মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন। সেসময় বিয়ের ছবি ও সাজ-পোশাক ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। এমনকি সংসদে শপথ নেওয়ার সময় নিজেকে ‘নুসরত জাহান রুহি জৈন’ বলেও পরিচয় দিয়েছিলেন তিনি।

তবে মাত্র দুই বছরের মাথায় পরিস্থিতি বদলে যায়। নুসরত জানান, ওই সম্পর্ক আসলে ছিল সহবাস, কারণ আইনিভাবে রেজিস্ট্রেশন হয়নি। সেই সময় তাঁর এই বক্তব্য নিয়ে প্রবল বিতর্ক হয়। অনেকে অভিযোগ তোলেন, সংসদে দাঁড়িয়ে বিয়ের স্বীকৃতি দেওয়ার পর কীভাবে তিনি তা অস্বীকার করতে পারেন।

এবার নুসরত সংবাদমাধ্যমে স্পষ্ট ব্যাখ্যা দিলেন—“আমি তো বিয়ে করেছি, তবে রেজিস্ট্রি করার সময় পাইনি। পরে ওঁদের পক্ষ থেকে আইনজীবীর চিঠি এসেছিল, সেখানে বলা হয় যেহেতু রেজিস্ট্রেশন হয়নি, তাই এটা আইনি বিয়ে নয়। আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম। কিন্তু সেটা ভুলভাবে ছড়িয়ে যায়। সবাই ধরে নিল আমি নাকি বলেছি বিয়ে করিনি। এটাই আসল বিভ্রান্তি।”

নায়িকার ভাষায়, “গোটা ভারত যেটা দেখেছে, সেটা আমি অস্বীকার করার প্রশ্নই আসে না। সংসদে গিয়ে যদি আমি নিজেকে জৈন বলে পরিচয় দিই, তাহলে কেউ কি এতটা নির্বোধ হতে পারে যে পরে বলে আমি বিয়ে করিনি? তাহলে তো আমাকে পাগলাগারদে যেতে হতো। ব্যাপারটাকে ইচ্ছে করে ঘুরিয়ে দেখানো হয়েছিল।”

এদিকে নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে আরও গুঞ্জন ছড়িয়েছে। শোনা যায়, নিখিলের সংসার ভেঙে যাওয়ার আগেই অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এরপর যশের সঙ্গে লিভ-ইনে থেকে মা হন এক সন্তানের। অনেকে বলছেন, তাঁদের বিয়ে হয়ে গেছে, যদিও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি।

বিতর্ক ও আলোচনার মধ্যেই নুসরতকে শিগগিরই দেখা যাবে নতুন সিনেমায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’-এর আইটেম নম্বরে নেচে তাক লাগাবেন তিনি। সেই গানের ঝলক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সব মিলিয়ে, পেশাদার জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই নুসরতকে নিয়ে বেশি চর্চা হলেও তিনি এখনও টলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন। তাঁর খোলামেলা স্বীকারোক্তি এবং আসন্ন ছবির গান এখন নতুন করে আলোচনায়।