Home বিনোদন নেট দুনিয়ায় উত্তাপ দিয়ানার

নেট দুনিয়ায় উত্তাপ দিয়ানার

দিয়ানা

বিজনেসটুডে২৪ ডেস্ক

নিজের ইন্সটা ভক্তদের জন্য ছবি শেয়ার করে ইন্টারনেটে উষ্ণতার আলোড়ন ফেলে দিলেন আট বছর আগে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখা দিয়ানা পেন্টি।

বলি ডিভা একটা সাদা শার্টে নিজেকে তুলে ধরেছেন ছবিতে। তাঁর চুল খোলা, হাতে একটি কফি মগ নিয়ে ছবিতে পোজ দিয়েছেন তিনি।

ককটেল ছবিতে বলিউডে প্রথম এন্ট্রি হয় দিয়ানার। সইফ আলি খান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে ওই ছবিতে দর্শকের মন জেতেন তিনিও। ঝকঝকে ত্বক, নজরকাড়া ফিগার, একমাথা চুল – দিনের পর শুধু বেড়েই চলেছে দিয়ানার ভক্তের সংখ্যা।নিজের ইন্সটাতে মোট তিনটি ছবি সদ্য শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে রয়েছে সাদা রং-এর লাভ ইমোজি। পুরো ছবিগুলিই যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর তাতেই চড়েছে উষ্ণতার পারদ।

ইতিমধ্যেই তাঁর এই ফটো প্রচুর শেয়ার হয়েছে, কমেন্ট ও লাইক করতে এতটুকু কুন্ঠিত হননি তাঁর ফ্যানেরা। ভক্তরা কেউ কমেন্ট করেছেন লাভ ইমোজি, আবার কেউ পোস্ট করেছেন আগুন চিহ্ন।

তবে শুধু ভক্ত না, তাঁর ফটোতে কমেন্ট করেছেন সেলেবরাও। কাজিয়া আগরওয়াল ছবিটি লাইক করেছেন ও আথিয়া শেট্টি এতে হার্ট ইমোজি কমেন্ট করেছেন।

সব মিলিয়ে ইতিমধ্যেই ইন্টারনেটে মারাত্মক জনপ্রিয় হয়ে উঠেছে অভিনেত্রীরর পোস্টগুলি। নেট দুনিয়ার নয়া সেনসেশন।