বিনোদন ডেস্ক: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে দীর্ঘ দিন ধরে কটাক্ষ সহ্য করেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে প্রেমে জড়ানোর কয়েক মাসের মধ্যেই তিনি গর্ভবতী হয়ে পড়েন। পরে দ্রুত বিয়ে করে সংসার শুরু করেন এই দম্পতি। তাঁদের কন্যাসন্তান মেহরের জন্ম হয় বিয়ের ছয় মাস পরেই। তবে সমাজমাধ্যমে নানা প্রশ্ন ও কটাক্ষ থামেনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া খোলাখুলি বলেন, “অঙ্গদকে বিয়ে করার ছ’মাসের মধ্যেই মেহরের জন্ম হয়। আর এই নিয়েই বারবার প্রশ্ন উঠেছে— কী করে বিয়ের ছ’মাসের মাথায় সন্তানের জন্ম হলো?”
তাঁর মতে, তিনি প্রথম নন, যিনি বিয়ের আগে গর্ভবতী হয়েছেন। উদাহরণ হিসেবে নেহা তুলে ধরেন নীনা গুপ্তা ও আলিয়া ভট্টের নাম। অভিনেত্রীর মন্তব্য, “আমি অবাক হয়ে যাই, বিয়ের আগে যে তারকারা গর্ভবতী হয়েছিলেন, তাঁদের নিয়েও আজও লেখালিখি হয়! নীনা গুপ্তা ও আলিয়ার মতো অভিনেত্রীর সঙ্গে একই তালিকায় থাকতে পারাটা আমার কাছে বরং গর্বের।”
নেহা স্পষ্ট করে বলেন, “কে কখন বিয়ে করবে, কখন সন্তান নেবে, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। গর্ভাবস্থা নিজেই এক অসাধারণ অভিজ্ঞতা। সেটাই যথেষ্ট।”
উল্লেখ্য, আলিয়া ভট্টও বিয়ের কিছুদিনের মধ্যেই গর্ভবতী হওয়ার খবর দিয়েছিলেন। আর নীনা গুপ্তা ছিলেন বলিউডে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়া প্রথম সারির সাহসী অভিনেত্রীদের একজন।