বিজনেসটুডে২৪ ডেস্ক: অনেক দিন আগেই বৈবাহিক সম্পর্ক ভেঙেছে পরী মণির। এই মুহূর্তে দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার অভিনেত্রীর। সদ্য নিজের ব্যবসা শুরু করেছেন। দিন কয়েক ধরেই গুঞ্জন, এই প্রজন্মের খ্যাতনামা গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী।
চলতি বছরের গোড়ায় একটি মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই সময় তাঁর জামিনদার হয়েছিলেন গায়ক। আদালতে পরী মণির পাশে সর্ব ক্ষণ ছিলেন এই গায়ক। মাঝেমধ্যে নানা ইঙ্গিতপূর্ণ ছবি ও প্রেম নিয়ে পোস্টও দেন অভিনেত্রী। এত কিছুর মধ্যে একা লাগছে তাঁর। সমাজমাধ্যমে প্রদর্শিত সব ছবি যে সত্যি কথা বলে তেমন নয়।
দিন এগিয়েছে, প্রেমের গুঞ্জনও বেড়েছে এক ধাপ করে। কখনও দু’জনে একসঙ্গে গাড়িতে চড়ে পাড়ি দিয়েছেন নিরুদ্দেশে। কখনও সাদীর বুকে পরীর মাথা! সাক্ষী ছিল মাথার উপর উন্মুক্ত আকাশ, দখিনা বাতাস। সেই ছবি তিনি সমাজমাধ্যমে ভাগ করে নিতেই টনক নড়ে নেটাগরিকদের। জীবনে অনেক ধরেনর অভিজ্ঞতা পেরিয়ে এসেছেন তিনি। কারাবাস থেকে একাধিক সম্পর্কে ভাঙন সব সইতে হয়েছে তাঁকে। যদিও প্রতিবারই জীবনকে নতুন করে উদ্যাপন করতে ভালবাসেন তিনি। তবু একা লাগে খেতে বসার সময়। যদিও আগে পরী মণির দাদু থাকতেন তাঁদের সঙ্গে। যাঁকে আদর করে নানুভাই বলতেন অভিনেত্রী।
গত বছর দাদুর মৃত্যুর পর আরও একা হয়ে গিয়েছেন পরীমণি। এই মুহূর্তে রোজা চলছে, ইফতার করার সময় সেই একাকীত্ব ঘিরে ধরছে তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘‘কত অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয়। শুধু এই একটা সময়ই আমার নিজেকে বড্ড একা লাগে। নানাভাই বেঁচে থাকতে কোনও দিন বুঝতে পারিনি আমি এমন ভাবে একা! কি রাত, কি দিন, সময়ে হোক কিংবা অসময়ে যখনই খেতে বসতাম নানাভাই সামনে বসে থাকত। বাচ্চারা ঘুমোলে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে ভাবি। হাতে জমে থাকা কত কাজ সেরে ফেলব ভাবি। করিও সবই। শুধু খাবারের সামনে একা বসে খেতে আর পারি না। রোজার সময় আজ আর সেহরি বা ইফতারে কোনও আয়োজন থাকে না আমার।’’
দুই বাচ্চা এখনও অনেকটা ছোট। ছেলের বয়স দুই, মেয়ের এক বছর হবে। তাই মায়ের সঙ্গে বসে খাওয়া তাঁদের সম্ভব নয়। তবে পরী মণি আশাবাদী খুব শীঘ্রই আর একা লাগবে না তাঁর। তিনি লেখেন, ‘‘আমি সব সয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরই। আমি জানি, আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাব। সময়ে বা অসময়ে তখন একা বসে খেতে তো হবে না।’’
তবে কি ফের বিয়ে করবেন অভিনেত্রী! নাকি সন্তানেরা বড় হয়ে গেলে দুই ছেলেমেয়ে সঙ্গে নিয়ে খেতে বসবেন, সেই সাধের কথা উহ্য রেখেছেন অভিনেত্রী।