Home বিনোদন পরীমণি-শেখ সাদী: প্রেমের গুঞ্জন ফের উস্কে দিলেন ঢালিউড নায়িকা

পরীমণি-শেখ সাদী: প্রেমের গুঞ্জন ফের উস্কে দিলেন ঢালিউড নায়িকা

পরীমণি
বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে প্রেমের গুঞ্জন যেন থামছেই না। কিছুদিন আগেই গায়ক শেখ সাদীর সঙ্গে তার সম্পর্ক শিরোনামে উঠে আসে। আদালতে মামলার জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল সাদীকে। তবে পরে শোনা যায়, তাদের সম্পর্ক ভেঙে গেছে।

কিন্তু ১০ আগস্ট ছেলেসন্তান পুণ্যর জন্মদিনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সাদীকে উপস্থিত থাকতে দেখা যায়। অনেকে এই দৃশ্যে চমকে যান, আর শুরু হয় নতুন গুজব—তাহলে কি সম্পর্ক পুনরায় জোড়া লেগেছে? এই প্রশ্নের উত্তর এখনো দেননি পরীমণি বা সাদী কেউই।

ফেসবুক পোস্টের মাধ্যমে পরীমণি নিজেই রহস্য উসকে দিয়েছেন। তিনি একটি সানগ্লাস পরা ছবি পোস্ট করে লিখেছেন, “এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।” এর পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে—‘সে’ আসলে কে?

ভক্তদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ লিখেছেন, “পরবর্তী প্রেমিক কে?” কেউ মজা করে বলেছেন, “সাদী আউট, নিউ ইন।” আবার কেউ কষ্ট প্রকাশ করেছেন, “আমার ভালোবাসা, তোমাকে দেখলে বুকটা হাহাকার করে।” তবে পরীমণি কোনো মন্তব্য করেননি।

পরীমণির প্রেম ও ব্যক্তিজীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। ফেসবুক পোস্টে খোলামেলাভাবে প্রেম প্রকাশ পায়, তবে তা নিয়ে কোনো গোপনীয়তা রাখেন না। তিন বছর আগে ‘গুণিন’ ছবির সেটে নায়ক শরীফুল রাজর সঙ্গে পরিচয় থেকে শুরু হয় তার প্রেম। পরবর্তীতে বিয়ে হয় এবং সংসারে আসে ছেলে পুণ্য। কিন্তু সম্পর্ক টেকেনি; প্রায় দেড় বছর আগে তারা বিচ্ছেদ করেন।

বর্তমানে পরীমণি ছেলে ও কাজকে কেন্দ্র করে ব্যস্ত, নতুন সিনেমা ও মিউজিক ভিডিওর শুটিংয়ে নিয়োজিত। এদিকে শেখ সাদীও নিজের গানের কাজ এবং নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত।
উল্লেখযোগ্য যে, সম্প্রতি পরীমণি একটি গানের ভিডিওতে অংশ নিয়েছেন, যা মুক্তি পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, পরীমণি সবসময়ই নিজস্ব জীবনযাপনে স্বচ্ছন্দ, আর তার ব্যক্তিগত জীবনের খোলামেলা প্রকাশ ভক্তদের আরও আগ্রহ তৈরি করে। ফলে প্রেমের গুজব ও আলোচনা ক্রমাগত উস্কে দেয় তার জনপ্রিয়তা।