Home আন্তর্জাতিক কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল পাকিস্তান শেয়ারবাজার

কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল পাকিস্তান শেয়ারবাজার

সংগৃহীত ছবি

বিজনেসটডে২৪ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, সন্ত্রাসবাদ নির্মূলের জন্য সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে কখন, কোথায় এবং কীভাবে হামলা হবে, সে সিদ্ধান্তও তারা নিজেরা নিতে পারবে।

এই ঘোষণা সামনে আসতেই পাকিস্তানে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুঁজিবাজারে। মাত্র ছয় ঘণ্টার মধ্যেই করাচি স্টক এক্সচেঞ্জের কেসই-১০০ সূচকে ৩ হাজারের বেশি পয়েন্টের ধস নামে। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সূচক ১,১৪,৮৭২.১৮ পয়েন্ট থেকে নেমে আসে ১,১১,৩৫২.৯৪ পয়েন্টে।

বাজারে মোট লেনদেন হয় প্রায় ২৫৪ মিলিয়ন শেয়ার, যার আর্থিক মূল্য ২৪.২১ বিলিয়ন রুপি। কিন্তু বিনিয়োগকারীদের আতঙ্ক ও ব্যাপক বিক্রির চাপে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, ভারতের পরিকল্পিত হামলার বিষয়ে পাকিস্তানের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি বলেন, ভারত ২২ এপ্রিলের পহেলগাঁও হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আক্রমণ চালাতে পারে, যদিও পাকিস্তান হামলার সঙ্গে নিজেদের কোনও সম্পৃক্ততা অস্বীকার করেছে।

পহেলগাঁও হামলায় নিহত হন ২৬ জন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এটি ২০০০ সালের পর ওই অঞ্চলে অন্যতম ভয়াবহ হামলা।

এ ঘটনায় ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পরদিন পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় ১৯৭২ সালের শিমলা চুক্তি বাতিলের হুমকি দেয় ও আকাশসীমা বন্ধ করার হুঁশিয়ারি দেয়।

এক শেয়ারবাজার বিশেষজ্ঞ বলেন, “ভারতের সম্ভাব্য হামলার কথা প্রকাশ্যে আসতেই বিনিয়োগকারীরা ভয় পেয়ে গেছেন। নিরাপত্তা ঝুঁকি বাড়লে অর্থনৈতিক স্থিতিশীলতাও হুমকিতে পড়ে। তাই অনেকেই বিনিয়োগ সরিয়ে নিয়েছেন।”

বিশ্লেষকরা মনে করছেন, চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে পাকিস্তানের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশ আরও অনিশ্চয়তার দিকে যেতে পারে।