বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হামছাদী গ্রামে চলছে পাঁচ শতাব্দীর প্রাচীন এক ব্যতিক্রমধর্মী মেলা। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা একটি গাছের খুঁটিকে দেবতা জ্ঞান করে সেখানে পূজা করে থাকেন। প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই পূজা ও মেলা, যা ‘পাগলা গাছের মেলা’ নামেই পরিচিত।
বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা শেষ হবে আজ শনিবার ১৭ মে। প্রতিবছর ৩১ বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের ২ তারিখ পর্যন্ত চলে এর আয়োজন। মেলার মূল কেন্দ্রবিন্দু হামছাদী গ্রামের একটি বটতলা। সেখানে বসে মেলার পসরা। স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন গ্রামীণ পণ্যের দোকান, খেলনা, মিষ্টি ও খাবারের দোকান বসিয়ে উৎসবের আবহ তৈরি করেন। তবে মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পূজা-অর্চনা, যা একটি গাছের খুঁটিকে কেন্দ্র করে সম্পন্ন হয়।
এলাকাবাসীর বিশ্বাস, প্রায় ৫০০ বছর আগে এই গ্রামের ফনি সেন ও সুরেন্দ্র সেন নামের দুই ভাই বার্মা (বর্তমান মিয়ানমার) থেকে ঘর নির্মাণের জন্য ২০টি গাছের খুঁটি কিনে আনেন। জ্যৈষ্ঠ মাসের প্রথম রাতেই তারা স্বপ্নে দেখেন, ওই খুঁটিগুলোর মধ্যে দুটি তাদের কাছে দেবতা হিসেবে আত্মপ্রকাশ করছে। স্বপ্নে তারা শুনতে পান, “আমি তোমাদের ঘরের খুঁটি নই, আমি দেবতা। আমাকে পূজা করো, তোমাদের মঙ্গল হবে, রোগ থেকে মুক্তি পাবে।”
পরদিন সকালে তারা বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি পুকুর পাড়ে খুঁটি দুইটি দেখতে পান। সেই থেকেই দুই ভাই খুঁটিকে দেবতা হিসেবে মান্যতা দিয়ে পূজা শুরু করেন। সময়ের পরিক্রমায় গ্রামের হিন্দু সম্প্রদায়ও এ বিশ্বাসে শরিক হন। প্রতি বছর পহেলা জ্যৈষ্ঠে তারা পূজা আয়োজন করেন। যদিও কালের বিবর্তনে খুঁটির একটি খোঁজ হারিয়ে গেছে, তবু অবশিষ্ট খুঁটিকে ঘিরেই টিকে আছে এই শতাব্দীপ্রাচীন ধর্মীয় আয়োজন ও মেলা।
হামছাদী গ্রামের বাসিন্দারা মনে করেন, এই পূজার মাধ্যমে তারা নানান রোগবালাই থেকে মুক্তি পান। কেউ সন্তান লাভের আশায়, কেউ সুস্থতার জন্য, আবার কেউ পারিবারিক শান্তি কামনায় এসে পূজায় অংশ নেন। মেলায় নারী-পুরুষ নির্বিশেষে ভিড় করে নানা বয়সের মানুষ।
স্থানীয়দের ভাষ্য মতে, এই মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি হয়ে উঠেছে তাদের ঐতিহ্যের প্রতীক। প্রতিবছর এই আয়োজন নতুন প্রজন্মকে গ্রামের অতীত ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করে। এমন একটি ঐতিহ্য রক্ষায় গ্রামের মানুষ এখনও নিজেদের মতো করে আয়োজন করে যাচ্ছেন পূজা ও মেলার প্রতিটি ধাপ।