Home Third Lead রাজধানীতে শীতের আমেজ: পারদ নামল ১৭ ডিগ্রিতে

রাজধানীতে শীতের আমেজ: পারদ নামল ১৭ ডিগ্রিতে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ক্যালেন্ডারের পাতায় পৌষ মাস আসন্ন। আর তার আগেই রাজধানী ঢাকায় জেঁকে বসতে শুরু করেছে শীতের আমেজ। নগরের যান্ত্রিক জীবনে ভোরের কুয়াশা আর হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে ঢাকার তাপমাত্রার উল্লেখযোগ্য পতন।

ঢাকায় কেমন থাকবে আবহাওয়া
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দিন ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বিশেষ করে দিনের প্রথমার্ধে বাতাসের আর্দ্রতা কিছুটা বেশি থাকলেও (সকাল ৬টায় ৬২ শতাংশ), বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুষ্কতার অনুভূতি বাড়তে পারে।

শীতের এই অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছে বাতাসের গতিবেগ ও দিক। অধিদপ্তর সূত্রে জানা গেছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এই উত্তুরে হাওয়াই মূলত শীতের প্রকোপ বাড়াতে ভূমিকা রাখছে।

আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে।

তাপমাত্রার পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা পরে আরও কমে সর্বনিম্ন ১৭ দশমিক ১ ডিগ্রিতে স্থিত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, দিনের তাপমাত্রায় আজ খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সারাদেশের পূর্বাভাস ও কুয়াশা
শুধু ঢাকা নয়, শীতের আবহ ছড়িয়ে পড়েছে সারাদেশে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির আভাস নেই।

তবে বিশেষ সতর্কতা হিসেবে বলা হয়েছে, ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চালে (যেমন—সিলেট ও তৎসংলগ্ন এলাকা) কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

জনজীবনে প্রভাব
তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে আসায় ভোর এবং গভীর রাতে নগরবাসীকে হালকা গরম কাপড় ব্যবহার করতে দেখা গেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে ধুলিকণার পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে, যা শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি করতে পারে। তাই ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শও থাকছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে।

সব মিলিয়ে, অগ্রহায়ণের শেষ ভাগে এসে প্রকৃতি এখন পুরোপুরি শীতবরণের প্রস্তুতি নিচ্ছে।