Home সারাদেশ রামগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, গুরুতর আহত ৯

রামগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, গুরুতর আহত ৯

মো. মাসুদ রানা, রামগড় ( খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায়শান্তি পরিবহনের বেপরোয়া গতির একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার ভোরে । শান্তি পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৭২৯৬) সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় রাজধানীর যাত্রাবাড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসে। বাসটিতে ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাহবুবনগর এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু হয়। রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, ‘আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যাই, কিন্তু ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাইনি। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের রামগড়ের জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শান্তি পরিবহনের এক কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি খাদে পড়ে গেছে। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।’

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন বলেন, ‘দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে গাড়িটি উদ্ধারের কাজও চলছে।’

স্থানীয়রা অভিযোগ করছেন, পাহাড়ি এই রাস্তায় অতিরিক্ত গতি ও রাতের অন্ধকারে অদক্ষ চালকদের কারণে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে। তারা প্রশাসনের কাছে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রাতের যাত্রীবাহী বাস চলাচলে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল, পাহাড়ি সড়কে গাড়ি চালনার সময় অতিরিক্ত গতি কতটা বিপজ্জনক হতে পারে।