বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত সচিবের দফতরে অনুষ্ঠিত এ বৈঠক চলে প্রায় এক ঘণ্টা। নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত শনিবার এক সপ্তাহের সফরে ঢাকায় আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতে ঢাকায় ফিরে আসেন। কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের পটভূমিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে। আন্দোলনের প্রথম বার্ষিকীতে গত ৫ আগস্ট কক্সবাজারের হোটেল সি পার্লে পিটার হাস ও এনসিপির পাঁচ শীর্ষ নেতার গোপন বৈঠক হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। সেখানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তাঁদের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন বলে খবর প্রকাশ হয়। তবে ওয়াশিংটনের একটি সূত্র সে সময় জানিয়েছিল, ওই দিন পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।
পিটার হাস বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালীন প্রায়ই আলোচনায় ছিলেন। তিনি দায়িত্ব শেষে ২০২3 সালের ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন এবং তিন দিন পর বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেন। প্রতিষ্ঠানটি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে এবং বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের জন্য তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানায়। এ কারণে অবসর-পরবর্তী সময়েও তাঁর বাংলাদেশ সফর নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।
এপ্রিল মাসে ঢাকায় এসে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত বৈঠকে অংশ নেন, যেখানে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতের সুযোগ নিয়ে আলোচনা হয়। সেই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।
সবশেষ এবার ঢাকায় এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস। তাঁর এই সফর ও বৈঠক কূটনৈতিক মহলে নতুন করে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।