Home সারাদেশ ঈদের নিরাপত্তায় রামগড় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ঈদের নিরাপত্তায় রামগড় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি): ঈদুল আজহা সামনে রেখে খাগড়াছড়ির রামগড় সীমান্তে পুশইন, গরু চোরাচালান এবং কুরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে টহল জোরদার করেছে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন মহামুনি বিওপি সীমান্তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জোন কমান্ডার লে. কর্নেল মো. আহসান উল ইসলাম। তিনি বলেন, দেশের পশুর বাজারে কুরবানির জন্য পর্যাপ্ত গবাদিপশু রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশ থেকে গরু প্রবেশ করে যাতে দেশীয় খামারিদের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে সীমান্তের সব বিওপি ইউনিট সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

তিনি আরও জানান, ঈদের পর কুরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে না যায়, সে বিষয়েও কঠোর নজরদারিতে রয়েছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল বৃদ্ধি এবং সন্দেহভাজন চলাচলের উপর নজর রাখা হচ্ছে। ঈদের ছুটিতে দেশের মানুষ যাতে নিশ্চিন্তে উৎসব পালন করতে পারে, সে জন্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং ঈদের জামাতে নিরাপত্তা বিধানে বিজিবি তৎপর থাকবে।

সম্প্রতি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা পুশইন ঘটনার প্রসঙ্গে লে. কর্নেল আহসান উল ইসলাম বলেন, নিয়ম মেনে সীমান্ত অতিক্রম না করে যারা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কড়া নজরদারি চলছে। এমন ঘটনায় বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর সংশ্লিষ্ট ব্যাটালিয়নের সঙ্গে নিয়মিতভাবে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিত প্রতিবাদ জানানো হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহম্মেদ।

📌 সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে ভিজিট করুন বিজনেসটুডে২৪.কম

📢 আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ!
এই প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান।
✅ বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে সচেতনতা বাড়ান
✅ পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন দেশের গুরুত্বপূর্ণ সংবাদে