Home বিনোদন গুঞ্জনের অবসান: পূর্ণিমার সংসারে ভাঙন নয়

গুঞ্জনের অবসান: পূর্ণিমার সংসারে ভাঙন নয়

চিত্রনায়িকা পূর্ণিমা
বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পূর্ণিমা নিজেই। দিন কয়েক আগে নায়িকার দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস থেকেই এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল। নেটিজেনদের জল ঘোলা করা এবং পরবর্তীতে কিছু গণমাধ্যমের ভুল ব্যাখ্যার পর বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন এই তারকা।

শনিবার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পূর্ণিমা। যেখানে তিনি তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ট্যাগও করেছেন, যা তাদের সম্পর্কের দৃঢ়তারই ইঙ্গিত দেয়।

পূর্ণিমা তার ব্যাখ্যায় লেখেন, “সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই হচ্ছে সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল। আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে।”

তিনি আরও লেখেন, “এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেইস করতে হয়েছে। কিন্তু লেখাটির কিছু অংশ আগে পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে! সেখান থেকে কিছু সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে সত্যতা নিশ্চিত না করে অনেকটা চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে; যা আমাকে ও আমার পরিবার কে বিস্মিত ও মর্মাহত করেছে।”

শেষ পর্যন্ত এই চিত্রনায়িকা স্পষ্ট করে দেন, “আমার দেওয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আমাদের পরিবার ও সংসার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।” তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসা এবং সংবাদকর্মীদের সমর্থনের কথা স্মরণ করে ভবিষ্যতেও তাদের ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে পূর্ণিমার অভিষেক ঘটে। জাকির হোসেন পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি যখন ১৯৯৭ সালে মুক্তি পায়, তখন এই তারকা ছিলেন নবম শ্রেণির শিক্ষার্থী। তিন দশকের অভিনয়জীবনে একটানা ২০২০ সাল পর্যন্ত সিনেমায় কাজ করেছেন তিনি। রুপালি পর্দার আলোচিত নায়িকা পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে। বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। পূর্ণিমার এই ব্যাখ্যার পর তার ব্যক্তিগত জীবন নিয়ে চলা সকল জল্পনা-কল্পনার অবসান হলো।