Home বিনোদন ছাগলের দৌড় প্রতিযোগিতা, আনন্দে মাতোয়ারা আটন্ডা গ্রাম

ছাগলের দৌড় প্রতিযোগিতা, আনন্দে মাতোয়ারা আটন্ডা গ্রাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: মোরগ লড়াই, ঘোড়দৌড় কিংবা গরুর দৌড় প্রতিযোগিতা গ্রামের মাঠে দেখা গেলেও এবার যশোরে ঘটলো ব্যতিক্রম এক আয়োজন পোষা ছাগলের দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার আটন্ডা গ্রামে এমন অভিনব প্রতিযোগিতা দেখতে ভিড় করেন শত শত মানুষ।

আয়োজনটি করে স্থানীয় আটন্ডা যুবসমাজ, যাদের উদ্যোগে পুরো গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠকে সাজানো হয় বর্ণিল সাজে, আর প্রতিযোগিতা ঘিরে শিশু-কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত উপভোগ করেন ব্যতিক্রম এই গ্রামীণ বিনোদন।

এই প্রতিযোগিতায় অংশ নেয় ৩০টি পোষা ছাগল। প্রতিটি ছাগলের গলায় ঝোলানো হয় সিরিয়াল নম্বর, যাতে সহজেই চেনা যায়। পাঁচটি ধাপে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয় মাহফুজ হোসেনের ছাগল, দ্বিতীয় স্থান অধিকার করে শহিদুল ইসলামের ছাগল, আর তৃতীয় হয় সাইফুল ইসলামের ছাগল। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় ঘড়ি, পানির জগ ও মগ।

প্রতিযোগিতার সভাপতি ছিলেন স্থানীয় ঘের ব্যবসায়ী হাসিবুল হাসান শান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ফেরদৌস রহমান।

এমন ব্যতিক্রমী আয়োজন দেখে আনন্দিত স্থানীয়রা। স্কুল শিক্ষক রাজু আহমেদ বলেন, ‘এতদিন শুনেছি ঘোড়া বা ষাঁড়ের দৌড়, কিন্তু ছাগলের দৌড় কখনও দেখিনি। খুব ভালো লাগলো।’
উপজেলার গড়ভাঙ্গা থেকে আসা রনি হোসেন বলেন, ‘জীবনে এই প্রথম ছাগলের দৌড় দেখলাম। না আসলে সত্যিই বঞ্চিত হতাম।’
আফরোজা বেগম জানান, দুপুরেই তিনি খবর পেয়ে ছুটে আসেন এই প্রতিযোগিতা দেখতে।

আয়োজক হাসিবুল হাসান শান্ত বলেন, গ্রামীণ ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করেছি কিছুটা আনন্দ দিতে। আগামীতেও এই আয়োজন চালিয়ে যেতে চাই।

এই প্রতিযোগিতা শুধু বিনোদনই নয়, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন রূপে ফিরিয়ে আনার একটি প্রয়াস—এমনটাই মনে করছেন স্থানীয়রা।