হেলথ ডেস্ক: পিরোজপুরের এক প্রত্যন্ত গ্রামে এখনো গর্ভবতী নারীরা সন্তান প্রসবের সময় ভরসা করেন গ্রামের ‘দাই-মা’-র ওপর। স্বাস্থ্যকেন্দ্র আছে ইউনিয়নের এক প্রান্তে, কিন্তু যাওয়ার রাস্তাটি এবড়ো-খেবড়ো ও কাদা ভরা। তার ওপর রাতবিরেতে যাওয়ার পরিবহনও মেলে না। ফলে সন্তান জন্ম দেওয়া হয় বাঁশের খাটে, আলোহীন ঘরে, জীবাণুনিরোধী ব্যবস্থা ছাড়াই।
এ দৃশ্য এখনো দেশের বহু গ্রামের বাস্তবতা। প্রজনন স্বাস্থ্য বিষয়টি নারীর জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হলেও তা নিয়ে সচেতনতা, পরিকাঠামো ও সহায়তার অভাব আজও প্রকট।
দাই-মা এখনো ভরসা, কিন্তু ঝুঁকিপূর্ণ
গ্রামের বহু নারী আজও সন্তান প্রসবে বা প্রসব-পরবর্তী যত্নে দাই-মার ওপর নির্ভর করেন। যদিও তাদের অনেকের হাতে প্রশিক্ষণ নেই, আধুনিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান সীমিত। ফলে রক্তক্ষরণ, সংক্রমণ, এমনকি নবজাতকের মৃত্যু পর্যন্ত ঘটে।
ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সীমিত
প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সব জায়গায় নারী স্বাস্থ্য সহকারী নিয়মিত থাকেন না। প্রসবকালীন সেবা তো দূরের কথা, মাসিক স্বাস্থ্য, গর্ভনিরোধক, প্রাথমিক চিকিৎসা—এই সাধারণ বিষয়গুলোতেও নারীরা পর্যাপ্ত সেবা পান না। অনেকে বলেন, “পুরুষ ডাক্তারকে বলবো কীভাবে এসব?”
স্যানিটারি প্যাড আজও বিলাসিতা
স্যানিটারি ন্যাপকিন এখনো অনেক গ্রামের নারীর নাগালের বাইরে। মাসিকের সময় ব্যবহার হয় পুরনো কাপড়, যেগুলো ধোয়ার জায়গাও অনেক সময় মেলে না। এতে সংক্রমণ ছড়ায়, কিন্তু লজ্জায় কেউ বলেন না। স্থানীয় দোকানেও অনেক সময় প্যাড বিক্রি হয় না, কারণ “মেয়েলি জিনিস” কেউ কিনতেও চায় না প্রকাশ্যে।
সচেতনতার অভাব ও সামাজিক ট্যাবু
প্রজনন স্বাস্থ্য নিয়ে কোনো প্রশিক্ষণ নেই, নেই আলাপের পরিবেশ। পরিবার, সমাজ এমনকি অনেক স্বামীও নারীর এসব প্রয়োজনকে অগ্রাহ্য করেন। যৌনতা, মাসিক, সন্তান জন্ম—সব কিছুই যেন গোপন বিষয়। ফলে নারীরা চুপচাপ থেকে নিজের শরীরের প্রয়োজনকেও উপেক্ষা করেন।
কী করা জরুরি?
প্রত্যন্ত অঞ্চলে নারী স্বাস্থ্যকর্মী বাড়ানো, দাই-মাদের প্রশিক্ষণ দেওয়া, ওয়ার্ড পর্যায়ে সচেতনতা সভা এবং বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ—এসব উদ্যোগ নিতে হবে। পরিবার ও সমাজকে বুঝাতে হবে, প্রজনন স্বাস্থ্য মানেই একটি প্রজন্মের সুস্থতা।
📣 পাঠকের প্রতি আহ্বান
আপনার এলাকার নারী স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা কেমন? আমাদের সঙ্গে শেয়ার করুন। প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, মন্তব্য লিখুন কমেন্টে।