Home বিনোদন দেবের সঙ্গে জ্যোতির্ময়ী, প্রজাপতি ২ আসছে

দেবের সঙ্গে জ্যোতির্ময়ী, প্রজাপতি ২ আসছে

বিনোদন ডেস্ক:

বাবা-ছেলের আন্তরিক সম্পর্কের গল্পকে নতুন রূপে উপস্থাপন করতে আসছে ‘প্রজাপতি’র সিক্যুয়েল। প্রথম ছবির মতো এবারও বড় পর্দায় দেখা যাবে দেবের অভিনয়, যিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীকে পেয়েছেন নায়িকা হিসেবে। পরিচালনা করবেন অভিজিৎ সেন এবং সহ-প্রযোজনা করবেন দেব ও অতনু রায়চৌধুরী।

প্রথম ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল এবং বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। তবে সিক্যুয়েলে দেবের বিপরীতে কে থাকবেন, তা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। প্রথমে ইধিকা পালকে নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু বর্তমানে তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, নতুন নায়িকা হিসেবে জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শীর্ষে উঠে এসেছে। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ‘বঁধুয়া’ ধারাবাহিকে তাঁর স্মরণীয় ভূমিকার জন্য পরিচিত। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা জ্যোতির্ময়ী এবার সুপারস্টার দেবের সঙ্গে বড়পর্দায় ফেরার সম্ভাবনা তৈরি করেছেন। টলিপাড়ায় তাঁর আগ্রহ ও নির্বাচনের খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তথাপি শুটিং শীঘ্রই শুরু হতে পারে বলে শোনা যাচ্ছে।

অভিনেত্রীর ক্যারিয়ার নিয়ে জানা গেছে, তিনি বহুবার নানা প্রস্তাব পেয়েছেন, তবে নিজের জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। এবার সেই সময় এসে গেছে বলেই মনে করছে ফ্যান ক্লাব ও টলিপাড়া। দেব-জ্যোতির্ময়ীর জুটি নতুন করে দর্শক হৃদয় জয় করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

চলতি বছরে ‘প্রজাপতি ২’ মুক্তি পেলে টলিউডের মঞ্চে বড় আকারে আলোড়ন সৃষ্টি করবে এই ছবি। নির্মাতারা বলছেন, গল্প ও চরিত্রের গভীরতা আগের চেয়ে অনেক বেশি থাকবে।

সাম্প্রতিক টলিপাড়া সূত্রে জানা গেছে, শীঘ্রই নায়িকা ও পরিচালকের আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং শুটিং শুরু হবে। দেবের ফ্যানরা এই খবরকে অত্যন্ত উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন এবং ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন।

 

শেয়ার ও লাইক করুন!
আপনাদের সাপোর্ট আমাদের জন্য অনেক বড় প্রেরণা।
ধন্যবাদ! ❤️🙏