Home কলকাতা ঘরে বউ রেখে প্রতিবেশীর দুই বউ নিয়ে পলাতক যুবক

ঘরে বউ রেখে প্রতিবেশীর দুই বউ নিয়ে পলাতক যুবক

ছবি এ আই
বিজনেসটুডে২৪ ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা থেকে উঠে এল এক চাঞ্চল্যকর ঘটনা। একই পরিবারের দুই বৌয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী যুবক আরিফ মোল্লা। অভিযোগ, সোমবার সন্ধ্যায় পরিবারের সবাইকে চায়ে বিষ মিশিয়ে অচেতন করে দুই জা ও এক খুদে শিশুকে নিয়ে পালিয়ে গিয়েছেন তিনি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, তদন্তে নেমেছে পুলিশ।

বাগদার বাসিন্দা আনিসুর শেখ জানান, সোমবার সন্ধ্যায় গ্যারাজের কাজ সেরে বাড়ি ফিরে দেখেন—বাবা-মা ও তাঁর তিন মেয়ে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। স্ত্রীর খোঁজ মেলেনি, বৌদিরও না। প্রতিবেশীদের সহযোগিতায় অচেতনদের দ্রুত বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।

মঙ্গলবার সকালে জ্ঞান ফেরে আনিসুরের বাবার। তাঁর দাবি, সেদিন সন্ধ্যায় আরিফ বাড়িতে এসেছিলেন। কিছুক্ষণ পর দুই বৌমা চা বানিয়ে আনেন। চা খাওয়ার পর থেকেই পরিবারের পাঁচ জন অচেতন হয়ে পড়েন। এরপর আরিফের হাত ধরে পালিয়ে যান দুই বৌ।

আনিসুরের দাবি, এটি প্রথম নয়। “এর আগেও বৌদি আর আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছিল আরিফ। বাচ্চাদের কথা ভেবে তখন ফিরিয়ে এনেছিলাম। কিন্তু এবার তো বিষ মিশিয়ে সবাইকে অচেতন করে পালিয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনার পর ইয়াসিন ও আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

অভিযুক্ত আরিফ নিজেও বিবাহিত। তাঁর স্ত্রী সোনিয়া মোল্লা স্পষ্ট ভাষায় বলেন, “আমার বাচ্চাদের জীবন আছে। আমি জানতাম, ওদের সঙ্গে বরের সম্পর্ক রয়েছে। এবার স্বামী দুই বৌকে নিয়ে পালিয়েছে। ওর শাস্তি হোক, সেই সঙ্গে ওই দুই মহিলারও।”

গ্রামজুড়ে ঘটনাটি নিয়ে প্রবল চাঞ্চল্য। অনেকের মতে, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা সমাজে অস্থিরতা তৈরি করছে। তাঁদের দাবি, পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।