Home রেমিটেন্স যোদ্ধাদের খবর ওমানে বাংলাদেশি প্রবাসী খুন, আরেক বাংলাদেশি আটক

ওমানে বাংলাদেশি প্রবাসী খুন, আরেক বাংলাদেশি আটক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মাস্কাট ( ওমান ): ওমানে এক বাংলাদেশি প্রবাসীকে খুনের ঘটনায় আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। ওমানের দক্ষিণ আল শারকিয়া গভর্নরেটের অন্তর্গত সূর শহরে এই হত্যাকাণ্ড ঘটে।

রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সূর এলাকায় এই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তি নিজেও বাংলাদেশি নাগরিক। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে নিহত ও অভিযুক্ত ব্যক্তির নাম ও বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

ওমানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এই হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিহতের পরিবারের প্রতি শোক ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।