Home বিনোদন প্রিয়াংকা ছাড়া কিছুই কল্পনা করি না”, পুনর্জন্মেও স্ত্রীকেই চান নিক জোনাস

প্রিয়াংকা ছাড়া কিছুই কল্পনা করি না”, পুনর্জন্মেও স্ত্রীকেই চান নিক জোনাস

বিনোদন ডেস্ক: বলিউড থেকে হলিউড তারকাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ সবসময়ই আলোচনার কেন্দ্রে। কিন্তু কিছু সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্ত হয়ে ওঠে। তেমনই এক ‘পাওয়ার কাপল’ হিসেবে বিশ্বজোড়া পরিচিত প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। বয়সের ব্যবধান, সংস্কৃতির পার্থক্য সব কিছু ছাপিয়ে আজ তাঁরা একে অন্যের পরিপূর্ণ হয়ে উঠেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস স্ত্রীর প্রতি ভালোবাসার এমন এক নিদর্শন তুলে ধরেছেন, যা শোনার পর আবেগে ভেসেছেন ভক্তরা। তিনি বলেন, “আমি পুনর্জন্মে বিশ্বাস করি। এবং আগামী জন্মেও প্রিয়াংকাকেই চাই আমার জীবনসঙ্গী হিসেবে। এ চিন্তা আমাকে শান্তি দেয়।”

নিকের মতে, এই জন্মে প্রিয়াংকার সঙ্গে কাটানো সময়টুকু খুব ছোট মনে হয়। তাঁর বিশ্বাস, পরের জন্মেও তাদের ভালোবাসার আরও অনেক গল্প বাকি আছে।

এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসার ঝড়। এক অনুরাগী লিখেছেন, “প্রিয়াংকার বিষয়ে নিক যা বলেন, আমি চাই আমার জন্যও কেউ এমনভাবে বলুক।” অন্য এক জনের মন্তব্য “পুনর্জন্মে প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে দেখতে চান, এমন প্রেমই তো চিরন্তন।”

এর আগেও প্রিয়াংকার প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছিলেন আমেরিকান এই পপতারকা। এক সাক্ষাৎকারে কন্যা মালতী মেরিকে উদ্দেশ করে বলেছিলেন, “তোমার মা একজন সন্ন্যাসীনি। সে কখনো খারাপ কিছু করেনি। সে সবার মধ্যে সেরা।”

নিক বলেন, প্রিয়াংকার গুণেই তিনি আরও ভালো একজন বাবা হয়ে উঠতে পেরেছেন। প্রিয়াংকাকে তিনি শুধু স্ত্রী নয়, এক দারুণ সঙ্গী ও প্রেরণার উৎস হিসেবেও দেখেন।

প্রিয়াংকা নিজেও পূর্বে জানিয়েছেন, বয়স বা জাতিগত ব্যবধান কোনও কিছুকেই তিনি সম্পর্কে বাধা মনে করেন না। বরং একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা এবং সমঝোতা এই তিনেই গড়ে উঠেছে তাঁদের সম্পর্কের ভিত।

নিকের সাম্প্রতিক মন্তব্যে এই দম্পতির সম্পর্কের গভীরতা আরও একবার সামনে এল। ভালোবাসা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্যও যে কেউ বাঁচিয়ে রাখতে পারে, নিক-প্রিয়াংকার গল্প যেন সেই কথারই সাক্ষ্য দেয়।