চট্টগ্রাম: চট্টগ্রামের ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল ও অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক ম্যাককুয়ারি ইউনিভার্সিটির মধ্যে ১১ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে প্রেসিডেন্সির মেধাবী শিক্ষার্থীদের জন্য ম্যাককুয়ারি ইউনিভার্সিটিতে সরাসরি স্নাতক পর্যায়ে ভর্তি হওয়ার সময় বিশেষ বৃত্তি সুবিধা প্রদান করা হবে। এছাড়া, দুই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক বিনিময়, গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করবে।
প্রেসিডেন্সির শিক্ষার্থী ও শিক্ষকরা স্বল্পমেয়াদি স্টাডি ট্যুর এবং অ্যাকাডেমিক প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগও পাবেন। ম্যাককুয়ারি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার অন্যতম স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশন ২০২৬ র্যাঙ্কিং অনুসারে এটি অস্ট্রেলিয়ার শীর্ষ ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী কিউএস ২০২৬ র্যাঙ্কিং-এ বিশ্ববিদ্যালয়টি ১৩৮তম অবস্থানে অবস্থান করছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৫০০ বাংলাদেশি শিক্ষার্থীসহ মোট ৪৪,০০০ এরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত।
প্রেসিডেন্সি এডুকেশনের পক্ষ থেকে রেক্টর ড. ইমাম হাসান রেজা এবং ম্যাককুয়ারি ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রো ভাইস-চ্যান্সেলর মিস লি-অ্যান নরিস স্বাক্ষর করেন। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ম্যাককুয়ারি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ডিরেক্টর জনাব তানভীর শাহিদ।
ড. ইমাম হাসান রেজা বলেন, “এই সমঝোতা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা আশা করছি, ম্যাককুয়ারি ইউনিভার্সিটির সঙ্গে এই সহযোগিতা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।”
উল্লেখযোগ্য, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল হলো বাংলাদেশের প্রথম স্কুল, যার সঙ্গে ম্যাককুয়ারি ইউনিভার্সিটি আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সির মিডল স্কুল উপাধ্যক্ষ ও স্টুডেন্ট কাউন্সিলর মুহাম্মদ জসিম উদ্দিন, জুনিয়র স্কুল উপাধ্যক্ষ ফিরোজ আহম্মদ, ডিরেক্টর সিপিডি নন্দন মিত্র, ডিরেক্টর আরসিডি নুরুল কবির এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ।
-সংবাদ বিজ্ঞপ্তি










