Home আইন-আদালত ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত পুলিশের হেফাজতে

ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত পুলিশের হেফাজতে

শওকত আলম শওকত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, হাটহাজারী ( চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম শওকতকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ হামলার অভিযোগসহ একাধিক মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের একটি সড়ক থেকে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুপন নাথের নেতৃত্বে পুলিশি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হিম্মত মুহুরি বাড়ির বাসিন্দা এবং মৃত মফিজুর রহমানের ছেলে।

শওকত আলম দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, “শওকত আলম শওকতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলা যাচাই-বাছাই চলছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।”

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।