Home সারাদেশ প্রেমিকার উপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে মৃত্যু

প্রেমিকার উপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে মৃত্যু

ঘটনাস্থলে প্রতিবেশিদের ভিড়
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নোয়াখালী:  সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্য নগরে শনিবার (৪ অক্টোবর) দুপুরে এক কলেজছাত্র সাইমুন আত্মহত্যা করেছেন। নিহত সাইমুন আমিশাপাড়া ইউনিয়ন মানিক্য নগর আমজাদ বেপারীর ছেলে, প্রবাসী মিজানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সাইমুনের বাড়িতে তার প্রেমিকা ও প্রেমিকার আরেক বান্ধবী বেড়াতে আসেন। আড্ডার এক পর্যায়ে সাইমুন নিজ বসতঘরে গলায় ফাঁস দেন। তার চাচি জুবাইদা খাতুন ঘটনাটি টের পেয়ে প্রেমিকা ও স্থানীয় লোকজনের সহায়তায় গলার রশি কেটে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাইমুনকে মৃত ঘোষণা করেন।

চাচি জুবাইদা খাতুন বলেন, “সাইমুনকে মেয়ে দুটির সঙ্গে নাশতা করতে দেখে আমি রান্না করতে যাই। আমার ছোট ছেলের চিৎকার শুনে গিয়ে দেখলাম সে ফাঁস অবস্থায়। মেয়েরা তখন রশি খুলতে চেষ্টা করছিল।”

এ ঘটনায় এলাকাবাসী প্রেমিকা ও তার বান্ধবীকে আটক করে সোনাইমুড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে কোনো অভিযোগ না থাকায় পুলিশ তাদের ছেড়ে দেয়।

সোনাইমুড়ী থানার ওসি মোর্শেদ আলম কালবেলা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পাঠিয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। থানায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে।”