Home আন্তর্জাতিক সালালাহ উপকূলে ডুবে গেল কন্টেইনার জাহাজ ‘ফিনিক্স ১৫’

সালালাহ উপকূলে ডুবে গেল কন্টেইনার জাহাজ ‘ফিনিক্স ১৫’

'ফিনিক্স ১৫'

মাহবুবুল হক, সালালাহ ( ওমান ): ওমানের সালালাহ উপকূলের দক্ষিণ-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে বাণিজ্যিক জাহাজ ‘ফিনিক্স ১৫’। কমোরোস পতাকাবাহী জাহাজটি শনিবার (২১ জুন) ভোরে হঠাৎ সাগরে অচল হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে ডুবে যায়।

জাহাজটিতে থাকা ২০ জন নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার। কাছাকাছি অবস্থানকারী অপর একটি বাণিজ্যিক জাহাজ ‘গালফ বারকা’ দ্রুত এগিয়ে এসে নাবিকদের উদ্ধার করে।

মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিত তৎপরতা চালায় এবং তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ডুবে যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‘ফিনিক্স ১৫’ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে সৌদি আরবের জেদ্দা ইসলামিক বন্দরে যা্চ্ছিল। ৮ জুন ফিডার জাহাজটি সেখান থেকে কন্টেইনার বোঝাই করে রওনা দেয়। ২৪ জুন তা পৌঁছার কথা জেদ্দা। জাহাজটি চিনের সিনহুয়া শিপইয়ার্ড-এ তৈরি। ফিনিক্স ১৫ এরআগে আরও ৪ বার পতাকা পরিবর্তন করেছে।

জাহাজটি কী ধরণের পণ্য বহন করছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনায় বাণিজ্যিক নৌপথে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পারস্য উপসাগর ও আরব সাগর ঘিরে চলাচলরত ছোট আকারের বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জরুরি সতর্কতা ও কারিগরি যাচাইয়ের বিষয়টি সামনে এসেছে।