Home আন্তর্জাতিক কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিন সমাবেশ

কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিন সমাবেশ

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে আয়োজিত ফিলিস্তিনপন্থী শান্তিপূর্ণ সমাবেশে ধস্তাধস্তির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) এ ঘটনা ঘটে।

কুয়ালালামপুরের পুলিশপ্রধান কমিশনার দাতুক ফাদিল মারসুস জানান, বেলা ১২টার দিকে সমাবেশটি শুরু হলেও কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন দূতাবাসের সামনে জালান তুন রাজাক সড়কে যান চলাচল ঠেকানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ সময় নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য ধস্তাধস্তির মধ্যে আঘাত পান। তাকে কনুই দিয়ে আঘাত করা হলে মুখে চোট লাগে।

পুলিশপ্রধান আরও জানান, ঘটনাস্থল থেকে ২৩ ও ৩২ বছর বয়সী স্থানীয় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬ ধারায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

কমিশনার ফাদিল মারসুস বলেন, “সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশের অধিকার আমরা সম্মান করি। তবে আইন ভঙ্গ হলে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।”