Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের প্রাণহানি

সংগৃহীত ছবি
শিপিং ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে এবং প্রাণে বাঁচতে অনেক যাত্রী পানিতে ঝাঁপ দেয়। প্রায় ২০০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে উত্তর সুলাওয়েসি প্রদেশের কাছাকাছি এলাকায়, যখন ‘ফেরি কেএম পারমাতা ইন্দাহ’ নামে একটি জলযান স্থানীয় সময় সকাল ৯টার দিকে আগুনে গ্রাসিত হয়। ফেরিটি তানাউতুলা দ্বীপ থেকে মিনাহাসা এলাকায় যাচ্ছিল। যাত্রা পথে আগুন ছড়িয়ে পড়লে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা প্রাণ বাঁচাতে একে একে সাগরে লাফিয়ে পড়তে থাকে।

উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র রিায়ান হারিওউতো জানিয়েছেন, “আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছি যে পাঁচজন যাত্রী মারা গেছেন এবং ২০০ জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।” নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার কাজে অংশ নিয়েছে উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী এবং স্থানীয় জেলেরা। আহতদের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ইন্দোনেশিয়া প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র এবং এখানে নৌযানই প্রধান যোগাযোগ ব্যবস্থা। তবে বারবারই দেশটিতে ফেরি দুর্ঘটনা ঘটে থাকে, যার পেছনে রয়েছে শিথিল নিরাপত্তাব্যবস্থা, যাত্রী ধারণক্ষমতার বেশি বোঝাই এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ফেরি কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন ছড়িয়ে পড়ার সময় ক্রুদের মধ্যে যথাযথ নির্দেশনার অভাব ছিল।

সরকারি তথ্যমতে, উদ্ধার অভিযান এখনও চলছে এবং নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, আরও কিছু যাত্রী সাগরে নিখোঁজ থাকতে পারেন।