Home সারাদেশ  বকশীগঞ্জে একদিনে ১২০০ জনের চক্ষু চিকিৎসা

 বকশীগঞ্জে একদিনে ১২০০ জনের চক্ষু চিকিৎসা

এমরান হোসেন, জামালপুর থেকে: বকশীগঞ্জে রোটারি ক্লাব অফ ঢাকা ফোর্টের আয়োজনে ও এশিয়ান টিভির পরিচালক তাওফিক হোসেন খিজিরের সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার জামিরবাগে ব্যারিস্টার তাসনিম রাকিব অদিতির উদ্যোগে ওই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে এক হাজার দুই’শ জন চক্ষু রোগির চিকিৎসা সেবা প্রদান করে রোটারি ক্লাব অফ ঢাকা ফোর্ট। এরমধ্যে চক্ষু অপারেশন করা হয় ১২০ জনের।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাওনিয়ার ডেন্টাল কলেজের চেয়ারম্যান ডা: রকিবুল হোসাইন রুমি, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ফজলুল করিম, সদস্য রোটারিয়ান আ ন ম সাদান জাহান, এশিয়ান টিভির পরিচালক ও রোটারিয়ান তাওফিক হোসেন খিজির ও সিটি ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম মাসুম প্রমুখ।