Home বিনোদন অন্তঃসত্ত্বা হয়েছিলেন শ্রীদেবী, পর্দার আড়ালে বাঙালি অভিনেতার সঙ্গে প্রেম

অন্তঃসত্ত্বা হয়েছিলেন শ্রীদেবী, পর্দার আড়ালে বাঙালি অভিনেতার সঙ্গে প্রেম

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক:

বলিউড ইতিহাসে শ্রীদেবী শুধু এক অভিনেত্রী নন, তিনি এক সংবেদন। তাঁর রূপ, অভিনয় এবং ক্যারিশমা আজও ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে অম্লান। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনের কিছু অধ্যায় রয়েছে, যা বহু বছর ধরে কেবল ফিসফাসেই রয়ে গেছে। বিশেষত, এক বাঙালি অভিনেতার সঙ্গে গোপন প্রেম এবং তার পরিণতি নিয়ে আলোচনার শেষ নেই।

জানা যায়, ৮০-র দশকে শ্রীদেবী এক সময়কার জনপ্রিয় বাঙালি অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। সিনেমার সেটে পরিচয়, ধীরে ধীরে গাঢ় হয় বন্ধুত্ব, এবং পরিণত হয় প্রেমে। সেই সময় শ্রীদেবী ওই অভিনেতার স্ত্রীকে বান্ধবীর মতো দেখতেন। এমনকি শুটিংয়ের ফাঁকে অবসর পেলেই চলে যেতেন তাঁদের বাড়িতে। অভিনেতার স্ত্রী তাঁকে আপন করে নিয়েছিলেন, আর শ্রীদেবী সেই সময় স্বামীর মতো ভাই হিসেবেই স্বীকৃতি দিয়েছিলেন তাঁর প্রেমিককে।

তবে এই ভাই-বোনের সম্পর্ক ছিল পর্দার আড়ালের জন্য। বাস্তবে, দু’জনের মধ্যে গড়ে উঠেছিল গভীর পরকীয়া প্রেম। এই সম্পর্ক এক সময় এতটাই গভীরে পৌঁছায় যে শ্রীদেবী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলেও একটি সূত্র দাবি করে। সে সময় বলিউডে গুঞ্জন ওঠে, যদিও তা কখনোই সরাসরি স্বীকার করেননি কেউই।

এই সম্পর্ক সামনে আসার আশঙ্কায় শ্রীদেবী নীরবে নিজেকে গুটিয়ে নেন। পরে তিনি নির্মাতা বনি কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাঁদের বিয়ে হয়। কিন্তু তাঁর জীবনের সেই প্রাক্তন প্রেমিক সম্পর্কে তিনি কখনো মুখ খোলেননি।

এমন গোপন ভালোবাসা এবং তার জটিল পরিণতি আজও সিনে-ইতিহাসে একটি অনুচ্চারিত অধ্যায় হয়ে রয়ে গেছে। শ্রীদেবীর হঠাৎ মৃত্যু তাঁর জীবনের বহু না বলা গল্পকেই সঙ্গে করে নিয়ে যায়।

মন্তব্য: প্রতিবেদনটি একটি পুরনো গুজব ও জনশ্রুতির ভিত্তিতে তৈরি বিনোদনধর্মী ফিচার, যার কোনও বিষয় এখন পর্যন্ত প্রমাণিত নয়। পাঠকদের উচিত বিষয়টি গসিপ হিসেবেই বিবেচনা করা।