Home আন্তর্জাতিক ট্রাম্পের বার্তায় সম্ভাব্য সমঝোতা, বাণিজ্যযুদ্ধে বিরতি আসছে?

ট্রাম্পের বার্তায় সম্ভাব্য সমঝোতা, বাণিজ্যযুদ্ধে বিরতি আসছে?

বিজনেসটুডে২৪ ডেস্ক:

ওয়াশিংটন: চিনের সঙ্গে বাণিজ্য সংঘাতের আবহে এবার কিছুটা নরম সুরে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি ইঙ্গিত দেন, চিনা পণ্যের উপর আরোপিত শুল্কের পরিমাণ “অনেকটাই কমানো” হতে পারে। তবে সেই সঙ্গে স্পষ্ট করে দেন, শুল্ক “কখনওই শূন্য” হবে না।

ট্রাম্পের এই ঘোষণার পরই চাঙ্গা হয়ে ওঠে আমেরিকার শেয়ার বাজার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে সমঝোতার ইঙ্গিতে বুধবার থেকে ঊর্ধ্বমুখী ওয়াল স্ট্রিট।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ধাপে ধাপে চিনা পণ্যের উপর শুল্ক চাপিয়ে চলেছে। বর্তমানে আমেরিকায় আমদানি হওয়া চিনা পণ্যে শুল্কের হার বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ শতাংশে। একইসঙ্গে বিভিন্ন দেশের উপর চাপানো আমদানি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তও নিয়েছেন ট্রাম্প, তবে তার ব্যতিক্রম চিন।

ট্রাম্প জানিয়েছেন, এই ৯০ দিনের সময়সীমার মধ্যে কোনও দেশ আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চাইলে, তাদের জন্য দরজা খোলা রয়েছে। কিন্তু চিন এই সুবিধা পায়নি। এর জবাবে আমেরিকার পণ্যের উপর ১২৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে বেইজিং।

এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প বলেন, “১৪৫ শতাংশ শুল্ক অনেক বেশি। আমরা এটা যথেষ্ট কমিয়ে এমন এক পর্যায়ে নিয়ে আসব, যা অতিরিক্ত হবে না। তবে সেটি শূন্যও হবে না।” তিনি আরও জানান, “চিন শুল্ক নীতিতে কী পদক্ষেপ নেয়, তার উপরই নির্ভর করবে আমাদের পরবর্তী সিদ্ধান্ত।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বার্তা একদিকে যেমন চিনের উপর চাপ বজায় রাখছে, অন্যদিকে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দিয়ে বাজারকে আশ্বস্ত করছে।