Home সারাদেশ বালিয়াডাঙ্গীতে ১৩ সেকেন্ডে শতাধিক ঘরবাড়ি ধ্বংস

বালিয়াডাঙ্গীতে ১৩ সেকেন্ডে শতাধিক ঘরবাড়ি ধ্বংস

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গী উপজেলায় রোববার (৫ অক্টোবর) ভোরের দিকে মাত্র ১৩ সেকেন্ডের ঝড়ে পাঁচটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ শতাধিক পরিবার। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ির টিন উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এছাড়া কয়েকজন মানুষ ও গবাদিপশুও আহত হয়েছেন।

ঝড় আঘাত হানেছে উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, সুতাহারপাড়া, রায়মহল ও ভিতারবাড়ী এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামাবাড়ী এলাকায়। স্থানীয়রা জানান, ভোরের অন্ধকারে হঠাৎ প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। মাত্র ১৩ সেকেন্ডে সব কিছু ওলটপালট হয়ে যায়। বাড়ির পাশের পুকুর থেকে উড়ে যাওয়া টিনগুলো খুঁজে বের করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা প্রশাসন ও বিত্তবানদের কাছে দ্রুত টিন, অর্থ ও খাবারের সহযোগিতা চেয়েছেন।

পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, “আমাদের ইউনিয়নের চারটি গ্রামে প্রায় ৩ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশা করি দ্রুত এসব পরিবারকে সহায়তা দেওয়া হবে।”

পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, “প্রতিটি বাড়িতে কোনো না কোনো ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে প্রাণহানি হয়নি। প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হয়।”

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। প্রাথমিকভাবে পরিবারগুলোকে চাল দেওয়া হবে এবং পরবর্তীতে টিনের ব্যবস্থা করা হবে।”