Home রাজনীতি বিএনপির বিক্ষোভ দীঘিনালায়

বিএনপির বিক্ষোভ দীঘিনালায়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দীঘিনালা উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৫ মার্চ (শনিবার) সকালে দীঘিনালার বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে থানাবাজার দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুর রহিম’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সহ সভাপতি ছগির ফরাজি,জেলা যুবদলের সহ সভাপতি সোহরাব হোসেন, সহ সভাপতি আমির খান ঝিনুক, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাসির মিয়া, খাগড়াছড়ি পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম, দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক উসমান গনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন প্রমূখ। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এসময় তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নানা স্লোগান দেয়ার পাশাপাশি টিসিবির মাধ্যমে গ্রাম শহরে সর্বত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়ের দাবি জানান।