Home রাজনীতি ধর্মভিত্তিক বিভাজন নয়, সমন্বয়ের রাজনীতি চায় বিএনপি

ধর্মভিত্তিক বিভাজন নয়, সমন্বয়ের রাজনীতি চায় বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনমূলক রাজনীতি কখনো চায়নি এবং ভবিষ্যতেও করবে না। তিনি বলেন, বিএনপির রাজনীতি হলো সমন্বয়ের রাজনীতি- যেখানে সব ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একত্রিত করার লক্ষ্য রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সমন্বয়ের রাজনীতি

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। কিন্তু আমাদের রাজনীতি ধর্মভিত্তিক বিভাজন নয়, বরং সব জনগোষ্ঠীকে একত্রিত করার রাজনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ভূখণ্ডের সব ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষাভাষীর মানুষের প্রতিনিধিত্ব করে।”

তিনি দাবি করেন, গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনপ্রত্যাশা পূরণ করাই বিএনপির মূল লক্ষ্য। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

গণতন্ত্র ও ভোটাধিকার

বিএনপির এই নেতা বলেন, “আমরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ভোটাধিকার রক্ষার আন্দোলন করেছি। গণতান্ত্রিকভাবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই।”

তিনি সতর্ক করে বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথে দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র ও বাধা জনগণ প্রতিহত করবে।

পিআর পদ্ধতি প্রসঙ্গ

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, অনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation—PR) পদ্ধতি অনেক দেশে অস্থিরতা তৈরি করেছে। তার ভাষায়, “পিআর মানে অনেকের কাছে পারমানেন্ট রেস্টলেসনেস। একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ এই পদ্ধতির বিপক্ষে।”

তিনি ব্যাখ্যা করে বলেন, বিএনপি পিআরকে জনগণের সঙ্গে সম্পর্ক ও জনসংযোগের অর্থে দেখে, কেবল সরকার গঠনের যান্ত্রিক পদ্ধতি হিসেবে নয়।

ভবিষ্যৎ দিকনির্দেশনা

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়তে হবে। এজন্য সকলকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই বার্তায় আসন্ন জাতীয় নির্বাচনের কৌশল এবং দলটির গণতন্ত্র-ভিত্তিক রাজনৈতিক অবস্থান নতুন করে স্পষ্ট হলো।